ইন্টারনেট ছাড়াই WhatsApp ব্যবহারের নতুন সেটিংস

সহজ নিয়মে নতুন ইমু একাউন্ট খুলুনপ্রিয় পাঠক, হোয়াটস্যাপ ডাউনলোড অথবা ইন্টারনেট ছাড়াই WhatsApp ব্যবহারের নতুন সেটিংস সম্পর্কে জানার জন্য আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি এখন সঠিক জায়গাতেই রয়েছে। কারণ আজকের এই আর্টিকেলটিতে এই বিষয়ে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ সকল কাজগুলি প্যাক্টিকাল দেখানো হবে। তাই এই সম্পর্কে জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন।
আমাদের এখন প্রায় সকলেরই নিত্যপ্রয়োজনিয় সকল কিছু শেয়ার করার আমরা যোগাযোগ মাধ্যম হিসেবে হোয়াটস্যাপ ব্যাবহার করে থাকি। আর এটি ইন্টারনেট ব্যাবহার করেই করা হয়। আজকে দেখাবো কিভাবে আপনি নেট কানেকশান ছাড়াই এই কাজটি করতে পারবেন।

পোস্ট সূচিপত্রঃ

ভূমিকা

হোয়াটস্যাপ ব্যাবহার করেন না এমন সংখ্যক ব্যাক্তি অনেক কমই পাওয়া যাবে। আর এই হোয়াটস্যাপ ব্যাবহার করতে হয় নেট কানেকশান ব্যাবহার করে। আর তাতে আমাদের প্রায় অনেক টাকা খরচ হয়ে যায় নেট তুলতে। কেমন হয় আপনি যদি ইন্টানেট কানেকশান ছাড়াই এই হোয়াটস্যাপ ব্যাবহার করতে পারেন তাহলে কেমন হয়। আজকের এই টপিকটি নিয়েই আমরা আপনাদের সামনে হাজির হয়েছি।

আপনি যদি আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকেন তাহলে আপনি হোয়াটস্যাপ ডাউনলোড, Android ফোনে WhatsApp Proxy যেইভাবে ব্যবহার করবেন, iPhone-এ WhatsApp Proxyযেইভাবে ব্যবহার করবেন সেই সকল বিষয়েই বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলুন এখন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক।

ইন্টারনেট ছাড়াই WhatsApp ব্যবহারের নতুন সেটিংস

আজকে এমন একটি সিক্রেট সেটিংস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে সেটিংস টি চায়নার মত বড় বড় দেশগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যান করা আছে সে সকল দেশ ব্যবহার করে থাকে। যার মাধ্যমে আপনি ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন

স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানো হবে । প্রথমে আপনারা Whastapp ইন্সটল করুন অথবা ইনস্টল করা থাকলে সেটা আপডেট দিয়ে নিবেন।
এবার Whastapp টি ওপেন করুন। ওপেন করলে এইরকম দেখতে পাবেন।
এবার ছবিতে দেখানো থ্রি ডট অপশনটি আপনাদের আপনাদের whatsapp এ দেখতে পাবেন। এইবার থ্রি ডট অপশনে থ্রি ডট অপশনে ক্লিক করুন। ক্লিক করলে দুইটি অপশন পাবেন। সেটিং নামে অপশনটি দুই নম্বরে পাবেন। এবার সেটিংসে ক্লিক করুন।
সেটিংসে ক্লিক করার পরে সামান্য একটু নিচের দিকে scroll করুন। Storage and Data নামে একটি অপশন পাবেন।
Storage and Data নামে এই অপশনটিতে ক্লিক করুন। তাহলে নতুন আরেকটি পেইজ আসবে।
কিছু কিছু ফোনে এই পেজ আসার পর একটু নিচের দিকে scroll করতে হয়, আবার বেশির ভাগ ফোনেই scroll করার অপশান থাকেনা। এবার সবার নিচে proxy নামে একটি অপশন পাবেন।
যেইটা বাই ডিফল্ট অফ থাকবে। এরপর প্রক্সি সেটিং এর ওপর ক্লিক করুন। তারপরে আপনাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে।
এবার use proxy নামের অপশনটি অন করে দেন। set proxy নামের অংশতে not set লেখা থাকবে। এবার আপনারা এটা রিসেন্ট রেখে হোম স্ক্রিনে যান। এরপর ক্রোম অথবা যে কোন ব্রাউজারে গুগল ওপেন করুন। সেখানে টাইপ করুন free proxy for whatsapp.
এরপরে এইটা লিখে সার্চ দেওয়ার পরে প্রথম পেজেই প্রথমে যে লিংকটি আসবে সেটি ওপেন করুন
এইটা ওপেন করার পর অনেক বড় একটি পেজ আসবে। যেখানে বিভিন্ন দেশের প্রক্সি গুলো দেওয়া থাকবে। আপনি যে দেশে আছেন সে দেশের প্রক্সি ব্যবহার করুন।
আমার বাসা যেহেতু বাংলাদেশে তাই আমি বাংলাদেশের আইপি দিয়ে দেখাচ্ছি। আপনার বাসা যদি ভারত বা অন্য কোন দেশে হয় তাহলে সে দেশের আরবি ব্যবহার করুন। এবার আইপিটি কপি করে আপনাদেরকে যে পেজটি রিসেন্ট এ রাখতে বলেছিলাম সেই পেজটি ওপেন করুন।
এবার এই কপি করা আইপিটি set proxy লেখার উপরে ক্লিক করে পেস্ট করে দিন।
পেস্ট করে দেওয়ার পরে এবার save নামে বাটনটিতে ক্লিক করে save করে দিন। আপনার কাজ শেষ এবার আপনি ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।

হোয়াটস্যাপ ডাউনলোড করবেন যেভাবে

আপনি যদি হোয়াটস্যাপ ডাউনলোড করতে চান তাহলে আপনাকে নিচের দেওয়া স্টেপগুলো অনুসরণ করতে হবে। তাহলে ই আপনি খুব সহজেই কোন প্রকার ঝামেলা ছাড়াই হোয়াটস্যাপ এপ্লিকেশানটি ডাউনলোড করে নিতে পারবেন। আর তাছাড়া নিচে হোয়াটস্যাপ ডাউনলোড করার জন্য লিংক ও প্রদান করা হবে। সেখান থেকে আপনি ক্লিক করার মাধ্যমেই খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
  • মোবাইল ফোন থেকে হোয়াটস্যাপ এপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য প্রথমে গুগল Play store (প্লে স্টোরে) প্রবেশ করুন।
  • সেখানে প্রবেশ করার পরেই একটি সার্চ বার পেয়ে যাবেন।
  • সেখানে গিয়ে লিখুন WhatsApp
  • এখন আপনার সামনে প্রথমে শুরুতেই এই এপ্লিকেশানটি পেয়ে যাবেন।
  • সেখান থেকে Install বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।
  • আপনি যদি এইভাবে ঝামেলা মনে করেন তাহলে এই লিংকে ক্লিক করুন। হোয়াটস্যাপ ডাউনলোড লিংক। WhatsApp
Android ফোনে WhatsApp Proxy যেইভাবে ব্যবহার করবেন
  • প্রথমেই আপনাকে দেখে নিতে হবে, যেন হোয়াটসঅ্যাপেটি একদম লেটেস্ট আপডেট ভার্সনটি থাকে আপনার ফোনে।
  • Chats নামে ট্যাবে চলে যান।তারপর সেখানে গিয়ে More এ ক্লিক করুন তারপর Settings অপশনে ক্লিক করুন।
  • এবার Storage And Data অপশনে ট্যাপ করে Proxy-তে চলে যান।
  • Use Proxy অপশনে ক্লিক করুন।
  • Set Proxy অপশনে ক্লিক করুন এবং google থেকে নেওয়া আপনার Proxy Address দিয়ে দিন।
  • তারপর Save অপশনে ক্লিক করুন।
  • কানেকশনটি সঠিক ভাবে কাজ করলে আপনাকে একটি Check মার্ক দেখানো হবে।
iPhone-এ WhatsApp Proxyযেইভাবে ব্যবহার করবেন
  • এক্ষেত্রেও আপনাকে দেখে নিতে হবে, যেন হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেট ভার্সনটি থাকে।
  • এবার হোয়াটসঅ্যাপ Settings অপশনে যান।
  • তারপরে Storage And Data অপশনে ক্লিক করে Proxy-তে চলে যান।
  • Use Proxy অপশনে ক্লিক করুন।
  • আপনাকে Proxy Address এন্টার করতে হবে এবং Save To Connect অপশনে ক্লিক করুন।
  • কানেকশন সফল হলে আপনাকে একটি Check Mark দেখানো হবে।

WhatsApp সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্নঃ হোয়াটসঅ্যাপ ডাউনলোড করব কিভাবে Download download?
উত্তরঃ হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে ফোন থেকে গুগল প্লে স্টরে যেতে হবে। তারপরে সেখানে সার্চবারে গিয়ে লিখতে হবে WhatsApp। আর তারপরেই আপনি আপনার কাঙ্খিত এপ্লিকেশানটি পেয়ে যাবেন।

প্রশ্নঃ কোন হোয়াটসঅ্যাপ সবচেয়ে ভালো এবং নিরাপদ
উত্তরঃ সর্বোত্তম বিকল্প হল নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করা কারণ এটি বার্তা এনক্রিপশন এবং সময়মত আপডেটের সাথে আসে।

লেখকের মন্তব্য

আজকে আমাদের এই আর্টিকেলের আমরা আপনাদের সাথে ইন্টারনেট ছাড়াই WhatsApp ব্যবহারের কিভাবে করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও কিভাবে WhatsApp ডাউনলোড করবেন সেটিও দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে এই সকল বিষয়ে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। যদি তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমনই আরো তথ্যবহুল আর্টিকেল প্রতিদিন পড়ার জন্য আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পেপারস্পট২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url