গোলাপ জল দিয়ে ফর্সা হওয়ার উপায়প্রিয় পাঠক, ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম সম্পর্কে আমরা আজকের এই আর্টিকেলে আলোচনা করবো। ফর্সা হতে কে না চায়। তবে ছেলেদের ফর্সা হওয়ার জন্য বেশ কিছু স্পেশাল ক্রিম রয়েছে। যেগুলো ডাক্তারেরা ব্যাবহার করতে বলেন। তাই আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকার পড়েন তাহলে ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম সম্পর্কে জানতে পারবেন।
ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম
আজকের সম্পূর্ণ আর্টিকেলটি যদি আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকেন তাহলে ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির ফেসওয়াস, হাত পা ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম, ছেলেদের তৈলাক্ত ত্বক ফর্সা করার উপায়, ৭ দিনে ফর্সা হওয়ার ক্রিম, স্থায়ীভাবে ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম এবং সবশেষ ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

পেজ সূচিপত্রঃ

ফর্সা হওয়ার ডাক্তারি উপায়

ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম জানার পূর্বে আসুন আমরা ফর্সা হওয়ার ডাক্তারি উপায় সম্পর্কে কিছুটা জানি। আপনি এই সকল উপায়গুলো অবলম্বন করতে পারেন যদি দেখেন যে আপনার ফর্সা হওয়ার জন্য ডাক্তারি ক্রিমগুলো কাজে আসছে না। তাই এই সম্পর্কে আপনাদের পূর্বেই একটু ধারণা রাখা উচিত। চলুন তাহলে জেন নেই।

আপনি পুরুষ হন অথবা মহিলা হন আপনার ত্বক ফর্সা করার জন্য ডাক্তারি চিকিৎসা মোতাবেক আপনি ত্বক ফর্সা করতে পারবেন। তবে এটি অনেক ব্যয়বহুল একটি পদ্ধতি। এছাড়াও এই পদ্ধতির বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে। তবে আপনি যদি ত্বক ফর্সা পেতে চান তবে কিছু ডাক্তারি সাধারণ চিকিৎসার মাধ্যমে ত্বক ফর্সা করতে পারেন। সেই সকল ডাক্তারি চিকিৎসা গুলো হল
  • লেজার ট্রিটমেন্ট
  • ব্লিচিং ক্রিম
  • ডার্মাব্রেশন
  • মাইক্রোডার্মাব্রেশন
লেজার ট্রিটমেন্টঃ ছেলেদের ত্বক ফর্সা করার জন্য প্রথমে ডাক্তারের চিকিৎসা হিসেবে যেটি উঠে আসে সেটি হল লেজার ট্রিটমেন্ট। এই লেজার ট্রিটমেন্ট ব্যবহার করে ছেলেদের ত্বকের ওপরে রোদে পুড়ে যাওয়া চামড়াকে এবং বয়সের দাগকে সরিয়ে দেওয়া হয়। তবে এই চিকিৎসাটি অনেকটাই ব্যয়বহুল। এছাড়াও এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ত্বকের ফোলাভাব, ত্বকের লালভাব এমনকি ত্বকে দাগের মতো পার্শ্বপ্রতিকরা দেখা দিতে পারে।

ব্লিচিং ক্রিমঃ ত্বক ফর্সা করার জন্য এই ক্রিম অনেকটাই উপকারী। কারণ এই ক্রিমে থাকা উপাদানগুলো ত্বক ফর্সা করার জন্য সহায়তা করে। এই ক্রিম ব্যবহারের ফলে ত্বককে হালকা করে সাদা করে এবং ফর্সা করার জন্য পরিবর্তন নিয়ে আসে। এই ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বলা যায় ত্বকের লাল ভাব এবং ত্বক শুষ্কতার মত পার্শ্ব প্রতিক্রিয়ার দেখা যেতে পারে।

ডার্মাব্রেশনঃ এই চিকিৎসা পদ্ধতিকে আক্রমণাত্মক ত্বকের চিকিৎসা পদ্ধতি হিসেবে বলা যেতে পারে। কারণ এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ত্বকের ওপরের মরে যাওয়া চামড়া কে দূর করার জন্য ঘূর্ণায়মান ব্রাশ ব্যবহার করা হয়। এটি ত্বককে হালকা করার জন্য এবং গভীর দাগ দূর করার জন্য অনেক ভালো সহায়তা করে। তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ত্বকের ওপরে গভীর দাগের সৃষ্টি করতে পারে।

মাইক্রোডার্মাব্রেশনঃ এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে ত্বকের উপরের স্তরটিকে অপসারণ করা হয়। যার ফলে ত্বক হালকা হয়ে যেতে পারে। তার পাশাপাশি এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ত্বকের বলি রেখা এবং সুক্ষ রেখা দূর করার জন্য সাহায্য করে। এই চিকিৎসা পদ্ধতি আপনার ত্বক ফর্সা করার জন্য অনেকটাই বেশি কার্যকর হতে পারে। তার পাশাপাশি এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বলা যেতে পারে এই চিকিৎসা পদ্ধতি অনেকটাই কষ্টদায়ক। এই চিকিৎসা পদ্ধতি ব্যবহারের ফলে ত্বকের লালভাব এবং টক ফুলে যাওয়ার মত সমস্যা দেখা দিতে পারে।

ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম

এই পাঠের মাধ্যমে আমরা ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিমগুলো সম্পর্কে জানব। যে সকল ক্রিমগুলো আপনি ব্যবহার করে ডাক্তারি উপায়ে ফর্সা হতে পারবেন। আর এই ক্রিমগুলো ফর্সা হওয়ার ক্ষেত্রে ডাক্তারগণ তার রোগীকে সাজেশন দিয়ে থাকেন। আপনি যদি এমন ফর্সা হতে চান এবং ডাক্তারি ক্রিমের খোঁজ করে থাকেন তাহলে আজকের আর্টিকেলের এই অংশটুকু আপনার জন্য। চলুন জেনে নেওয়া যাক।
ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম
ছেলেদের ফর্সা হওয়ার জন্য বিভিন্ন ডাক্তারগণ বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহারের কথা বলে থাকেন। তবে এর মধ্যে কিছু অন্যতম ডাক্তারি ক্রিম রয়েছে। যেগুলো ব্যবহার করে ছেলেরা খুব সহজেই ফর্সা হতে পারবে। চলুন তাহলে দেখে নেই এই সকল ক্রিমগুলো কোনগুলো।
  • Garnier Skin Naturals Light Complete Serum Cream
  • Generic Biluma Depigmenting And Skin Lightening Cream
  • Lakme Absolute Perfect Radiance Brightening Night Cream
  • L’Oreal Paris White Perfect Night Cream
  • Kojie San Kojic Acid Cream
  • Lotus Night Cream
  • Himalaya Herbal Night Cream
  • Biotique Night Cream
উপরের উল্লেখিত এই সকল ডাক্তারি ক্রিমগুলো ব্যবহার করার মাধ্যমে ছেলেরা খুব সহজে ফর্সা হতে পারবে। এছাড়া ফর্সা হওয়ার জন্য আরও বেশ কিছু জনপ্রিয় ক্রিম রয়েছে। সেগুলো সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত। চলুন তাহলে সেই সকল ক্রিম গুলোর নামও জেনে নেই।
  • Bella Vita Papayablem Anti Blemish Cream
  • Emami Fair and Handsom Cream
  • Garnier glo Cream
  • Gaenier Man Power Light Cream
  • Himalaya Herbal Night Cream
  • Loreal Man Expret White Active Night cream
  • Lotus Night Cream
  • Oil controlar Moisturiser Night Cream
  • Olay Natural White night cream
  • O3plus Night Cream
  • Olay Natural White Cream
  • Ponds gold Night Cream
  • Pigmentation Blemish Night Cream
  • White Perfect Cream

ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম দাম

ইতিপূর্বে তো আমরা সকলেই ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম এর নাম জানলাম। এখন অনেকেই এই ক্রিম কিনে ব্যাবহার করতে চাইবেন। তাই তার জন্য সকলেই এই সকল ক্রিমগুলোর দাম সম্পর্কে জানতে চান। আপনি যদি এই এখন ক্রিমগুলোর দাম জানতে চান চলুন তাহলেই ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম দামগুলো একটি ছকের মাধ্যমে জেনে নেই।

ডাক্তারি ক্রিমের নাম

ক্রিমের দাম

Garnier Skin Naturals Light Complete Serum Cream

২১৫ টাকা

Generic Biluma Depigmenting And Skin Lightening Cream

৮৫০০ টাকা

Lakme Absolute Perfect Radiance Brightening Night Cream

৭৭০ টাকা

L’Oreal Paris White Perfect Night Cream

১২৮০ টাকা

Kojie San Kojic Acid Cream

১৯৫০ টাকা

Lotus Night Cream

৫০০ টাকা

Himalaya Herbal Night Cream

৫৭০ টাকা

Biotique Night Cream

৬০০ টাকা

ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির ফেসওয়াস

ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম জানার পাশাপাশি আবার অনেকেই জানতে চান ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কোন ফেসওয়াস আছে কিনা। আর তাই আপনারা অনেক জায়গায় খোঁজা খুঁজি করেন ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির ফেসওয়াস সম্পর্কে। আজকের এই পাঠের মধ্যে আমরা তুলে ধরবো সহজেই ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য ফেসওয়াস সম্পর্কে।

ছেলেদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য বেশ কিছু ফেসওয়াশ রয়েছে। তার মধ্যে সবথেকে জনপ্রিয় ফেসওয়াশগুলো আজকের এই আর্টিকেলে তুলে ধরবো। আর এই সকল ফেসওয়াশগুলো আপনি যে কোন দোকান থেকেই ক্রয় করতে পারবেন খুব সহজেই। এই ফেসওয়াশগুলো নিয়মিত ব্যবহার করার ফলে আপনার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে খুব দ্রুত। চলুন তাহলে সেই সকল ফেসওয়াশ গুলোর নাম জানি।
  • L’Oreal Men Expert Hydra Energetic Wake-Up Effect Face Wash (লরিয়াল মেন এক্সপার্ট হাইড্রা এনার্জেটিক ওয়েক-আপ ইফেক্ট ফেইস ওয়াশ)
  • Nivea Advanced Whitening Dark Spot Reduction 10 in 1 Face Wash (নিভিয়া এডভান্স হোয়াটেনিং ডার্ক স্পট রিডাকশন ১০ ইন ১ ফেস ওয়াশ)
  • Neotrogena Men Skin Clearing Acne Wash (নিউট্রোজিনা মেন স্কিন ক্লিয়ারিং একনে ওয়াশ)
  • Pond’s Men Energy Charge Face Wash (পন্ডস ম্যান এনার্জি চার্জ ফেস ওয়াশ)
  • Garnier Men Power White Double Action Face Wash (গার্নিয়ার মেন পাওয়ার হোয়াইট ডাবল অ্যাকশন ফেইস ওয়াশ)
  • Garnier Men Oil Clear Deep Cleansing Face Wash (গার্নিয়ার ম্যান অয়েল ক্লিয়ার ডিপ ক্লিন্সিং ফেস ওয়াশ)
  • Fair & Lovely Max Fairness Face Wash (ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস ফেস ওয়াশ)
  • Vaseline Men Whitening Face Wash (ভেসলিন ম্যান হোয়াটেনিং ফেস ওয়াশ)
  • Himalaya Intense Oil Clear Lemon Face Wash (হিমালয়া ইন্টেনস অয়েল ক্লিয়ার লেমন ফেস ওয়াশ)
  • Oxy Perfect ফেসওয়াস
এই সকল ফেসওয়াশগুলো আপনি বাজারের যে কোন দোকান থেকে কিনে নিতে পারবেন। এগুলো অবশ্যই আপনাকে নিয়ম করে ব্যবহার করতে হবে। আপনি বাজারের যে দোকানির কাছে থেকে কিনবেন তাকে বললেও নিয়ম বুঝিয়ে দিবে। যদি আপনার এক্ষেত্রে অসুবিধা হয় তাহলে ফেসওয়াশ এর গায়ে দেখতে পাবেন এটি কিভাবে ব্যবহার করতে হবে তার সকল নিয়ম লেখা রয়েছে। সেই নিয়ম অনুযায়ী ব্যবহার করলে আপনি খুব সহজেই ফর্সা হতে পারবেন।

হাত পা ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম

যে সকল ছেলেরা অনেক কালো রয়েছে তারা ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম সম্পর্কে জানার পাশাপাশি হাত পা ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম সম্পর্কে জানতে চান। আবার অনেক মেয়েরা রয়েছেন জেনারাও এই সম্পর্কে জানতে চান। আজকের এই আর্টিকেলটির অংশটিতে হাত-পা ফর্সা করার জন্য কোন সকল ক্রিমগুলো আপনি ব্যবহার করবেন সেগুলোর নাম তুলে ধরব। চলুন জেনে নেই।
  • Cinci oliva whiteining (চিঞ্চি অলিভিয়া হোয়াইটিং)
  • DW OSUFI whiting body cream
  • Garnier light complete body cream
  • Himalaya whiting body cream
  • Lotus herbals papayablem body cream
আপনারা যারা হাত-পা ফর্সা করার জন্য ডাক্তারি ক্রিম গুলো সম্পর্কে জানতে চান তারাই উপরের ক্রিমগুলো ব্যবহার করতে পারেন। তবে আপনি যে ধরনের ক্রিমই ব্যবহার করেন না কেন সেই ক্রিম ব্যবহার করার পূর্বে এই ক্রিম হালকা একটু ব্যবহার করে বুঝে নিবেন এই ক্রিমটি ব্যবহার করলে আপনার কোন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা। যদি এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই আপনার স্কিনকে ডাক্তারকে দেখিয়ে সঠিক পরামর্শ নিবেন।

ছেলেদের তৈলাক্ত ত্বক ফর্সা করার উপায়

ছেলেদের তৈলাক্ত ত্বক ফর্সা করার উপায় হিসেবে আপনি ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম এর পাশাপাশি এর ঘরোয়া পদ্ধতিও ব্যাবহার করতে পারেন। তবে সবার প্রথমে আপনার উচিত হবে ঘরোয়া পদ্ধতি ব্যাবহার করা। তারপরবর্তিতে যদি ভালো ফলাফল না পান তাহলে ডাক্তারি ক্রিম ব্যাবহার করতে পারেন। যেটা সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনেছি। এখন আমরা জানবো ঘরোয়া পদ্ধতি ব্যাবহার করে কিভাবে আপনি আপনার তৈলাক্ত ত্বক ফর্সা করবেন।

মুখ ধোয়াঃ ছেলেদের তৈলাক্ত ত্বক ফর্সা করার উপায় হিসেবে প্রথম যেটিকে উল্লেখ করা যেতে পারে সেটি হল প্রতিদিন নূন্যতম দুইবার পর্যন্ত আপনার তৈলাক্ত মুখ ভালোভাবে ধোয়া। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যেন আপনি ক্ষারীয় সাবান ব্যবহার না করেন। এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন গ্লিসারিন সমৃদ্ধ সাবানগুলো।

ডিমের সাদা অংশ ও লেবুঃ লেবুতে থাকা উপাদান আমাদের ত্বকের তেল শোষণ করে নিতে সাহায্য করে। এর পাশাপাশি যদি ডিমের সাদা অংশ ব্যবহার করা হয় তাহলে এটি আরো অনেক বেশি কার্যকর হয়ে ওঠে। এটি ব্যবহার করার জন্য ডিমের সাদা অংশ এবং কিছুটা লেবুর রস নিয়ে একটি প্যাক বানিয়ে মুখে লাগিয়ে রাখুন। যতক্ষণ না এটি শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এটি শুকিয়ে যাবে তখন এটিকে হালকা কুটুম গরম পানি ব্যবহার করে ধুয়ে ফেলুন।

মধুঃ মধু আমাদের ত্বকের সকল প্রকার জীবাণুকে প্রতিরোধ করার জন্য এবং ত্বকের আদ্রতা ধরে রাখার জন্য অনেক ভালো কাজ করে। যে সকল ত্বকের ক্ষেত্রে অনেক বেশি ব্রণ রয়েছে অথবা যে সকল ত্বক অনেকটাই বেশি তৈলাক্ত সেই ত্বকের ক্ষেত্রে সরাসরি মুখে মধু লাগানো যেতে পারে। এক্ষেত্রে মধু লাগিয়ে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন মধু শুকিয়ে আসবে তখন এটি হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কাজুবাদামঃ ত্বকের ক্ষেত্রে যদি কাজু বাদামের গুঁড়ো ব্যবহার করা হয় তাহলে এটি আমাদের ত্বকের মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে। কাজু বাদামের থাকা উপাদান আমাদের ত্বকের অতিরিক্ত তেল খোঁচে নেওয়ার ক্ষমতা রাখে। এটি ব্যবহার করার জন্য প্রয়োজন মত কাজু বাদামের গুঁড়ো নিয়ে তার সাথে কিছুটা মধু মিশিয়ে নিতে হবে। তারপরে এটি ঘুরিয়ে ফিরিয়ে ত্বকের উপরে লাগাতে হবে। তবে যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি এড়িয়ে চলাই উত্তম হবে।

ঘৃতকুমারীঃ ঘৃতকুমারীকে আবার অনেকেই অ্যালোভেরা নামেও চিনে থাকেন। এটি ব্যবহার করার জন্য রাতে ঘুমানোর পূর্বে মুখে পাতলা হবে লাগিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে উঠে এটিকে ধুয়ে নিতে হবে। তবে আপনি পূর্বে যদি কোন সময়ে অ্যালোভেরা ব্যবহার করে না থাকে তাহলে এটি আপনার হাতের তালুতে অল্প কিছু পরিমাণ মেখে ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন। যদি এর প্রভাবে কোন প্রতিক্রিয়া না দেখা দেয় তাহলে এটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

৭ দিনে ফর্সা হওয়ার ক্রিম

ছেলের মধ্যে অনেকেই ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম জেনেও সন্তষ্ট না হয়ে তারা জানতে চান ৭ দিনে ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে। আপনি যদি ডাক্তারি ক্রিম ব্যাবহার করে খুব দ্রুতই ৭ দিনে ফর্সা হতে চান তাহলে কোন কোন ক্রিম ব্যাবহার করবেন এর জন্য সেই সম্পর্কে এই পাঠে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে জেনে নেই ৭ দিনে ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে।
৭ দিনে ফর্সা হওয়ার ক্রিম রয়েছে বেশ কিছু। এর মধ্যে থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোন একটি ক্রিম সিলেক্ট করে নিয়ে ব্যাবহার করতে পারেন। তবে তার জন্য আপনাকে আগে সেই সকল ক্রিমগুলোর নাম সম্পর্কে জানতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
  • রেমেডিয়াল ডার্ক স্পট রিমুভিং ক্রিম
  • কোলাজেন এন্ড লাক্সারি গোল্ড ক্রিম
  • ডু মি প্রিমিয়াম ইন্টিমেট স্কিন লাইটেনিং ক্রিম
  • পন্ডস হোয়াইট বিউটি এন্টি স্পট ক্রিম
  • লরিয়াল প্যারিস হোয়াইট পারফেক্ট নাইট ক্রিম
  • কিস রেড ই হোয়াইটিং ক্রিম
  • ফেয়ার এন্ড হোয়াইট স্কিন ব্রাইটনিং লোশন
  • ক্রিস্টাল হোয়াট মিল্ক ক্রিম
  • গোল্ডেন পার্ল বিউটি ক্রিম
  • ডার্মাট্রু কোলাজেন ব্রাইটনিং স্কিন ক্রিম
উপরের উল্লিখিত এই সকল ক্রিমগুলো নিয়মিত ব্যাবহারের ফলে আপনি ৭ দিনেই এর ফলাফল উপভোগ করতে পারবেন। এই ক্রিমগুলো কিনে ব্যাবহার করার জন্য আপনি বাজারের যেকোন দোকানেই পেয়ে যাবেন। সেখান থেকে কিনেই আপনি ব্যাবহার করতে পারবেন। তবে এটি ব্যাবহার করার পূর্বে এটি ব্যাবহারের নিয়ম ভালোভাবে জেনে নেবেন। যদি কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।

স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম

ছেলেদের ফর্সা হওয়ার জন্য ডাক্তারি ক্রিমের নাম জানার পরেও আবার অনেকেই জানতে চান স্থায়ীভাবে ফর্সা হওয়ার ক্রিম কোনগুলো সেই সম্পর্কে। আর এর মূল কারণ হলো বর্তমান সময়ে বাজারে বিভিন্ন ধরণের ফর্সা হওয়ার ক্রিম পাওয়া যায়। তবে সেই সকল ক্রিমগুলো যদিও আমাদের সাময়িক সময়ের জন্য ফর্সা করে, তবে এটি স্থায়ীভাবে দীর্ঘ্য সময়ের জন্য ফর্সা করতে পারে না।

সেই সকল ক্রিম কিছুদিনের জন্য ফর্সা করতে পারলেও দীর্ঘ্যমেয়াদির জন্য ফর্সা করতে পারে না। যখন সেই সকল ক্রিম ব্যাবহার করা হয় তখন থেকে কিছুদিন অনেক ফর্সা রাখে। আর যখনই ক্রিম ব্যাবহার করা বাদ দেওয়া হয় ঠিক তখন থেকেই চেহারা আবার আগের মতো হতে শুরু করে। তাই আপনি যদি স্থায়ীভাবে ফর্সা হতে চান তাহলে ক্রিম ব্যাবহার না করে বাড়িতে একটি ফেসপ্যাক বানিয়ে নিয়ে ব্যাবহার করুন।

এর কারণ হলো আপনি যখন আপনার ত্বকে ফেসপ্যাক ব্যাবহার করবেন তখন এটি অনেক উপকার এনে দিবে। আর যদি আপনি ফেসপ্যাক তৈরি করে বাড়িতেই ব্যাবহার করে ফর্সা হন তাহলে এটি স্থায়ীত্ব লাভ করবে। তবে বর্তমান সময়ে বাজারে বেশ কিছু ক্রিম পাওয়া যায় যেগুলো ব্যাবহার করার ফলে আস্তে আস্তে ফর্সা করে তুললেও এটি দীর্ঘ্যস্থায়ী হয়ে উঠে না।

যখনই আপনি ক্রিম ব্যাবহার করা ছেড়ে দিবেন তার থেকে কিছু দিনের মধ্যেই এটি আপনার ত্বকের উজ্জ্বলতা হারাতে থাকবে। এছাড়াও ব্রণ অথবা ত্বকের ওপরের কালো দাগের সমস্যা তো রয়েছেই। তবে যদি আপনি আমাদেরকে জিজ্ঞেস করেন যে স্থায়ীভাবে ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম ব্যাবহার করবেন।
তাহলে আমরা বলবো স্থায়ীভাবে ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম নেই। আপনি স্থায়ীভাবে ফর্সা হতে চাইলে বাড়িতে বসেই ফেসপ্যাক বানিয়ে নিয়ে ব্যাবহার করুন। আর আপনি যদি না জেনে থাকেন কিভাবে ফেসপ্যাক বানিয়ে নিয়ে বাড়িতে বসে থেকে ব্যাবহার করবেন সেই সম্পর্কে জানার জন্য আপনি একটু খোঁজাখুঁজি করুন তাহলেই পেয়ে যাবেন।

ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো

ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম সম্পর্কে তো আমরা জানলাম। এখন অনেকেই জানতে চান ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো? এই প্রশ্নের উত্তর হিসেবে বলা যায়, আপনার জন্য সবথেকে ভালো ক্রিম কোনটা ভালো হবে সেটি নির্ধারণ করবে আপনার ত্বক। আর এই বিষয়ে ভালো পরামর্শ পাওয়ার জন্য আপনি একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন। তবে আপনি যদি সঠিক পরামর্শ না নিয়ে ব্যাবহার করেন তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ধরণের পাশ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

সকল ক্রিমই ফর্সা হওয়ার জন্য মোটামুটি ভালো। তবে যেটা যার ত্বকের সাথে মানিয়ে সেটাই তার জন্য ভালো। তবে এর মধ্যেও উল্লেখ করার মতো ফর্সা হওয়ার ভালো ক্রিম হিসেবে Pond’s Gold Radiance Youthful Night Repair Cream এই ক্রিম। এই ক্রিমের বর্তমান বাজারের দাম হলো ২,০০০ টাকা। এই ক্রিমটিও আপনি ব্যাবহার করতে পারবেন। তবে সবথেকে ভালো হয় যদি আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যাবহার করেন।

ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্নঃ ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা কি জায়েজ?
উত্তরঃ সৌন্দর্য বৃদ্ধির জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যাবহার করা জায়েজ আছে যদি না সেই ক্রিম তৈরির উপকরণে কোন প্রকারের হারাম উপাদান না থাকে। যেমনঃ শুকরের চর্বি অথবা এই জাতীয় উপাদান।

প্রশ্নঃ পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া ত্বক ফর্সা করার জন্য কোন ভিটামিন ভালো?
উত্তরঃ কোন প্রকারের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া ত্বক ফর্সা করার জন্য ভিটামিন সি অনেকটাই ভালো।

প্রশ্নঃ দিনে কতবার মুখ ধোয়া উচিত?
উত্তরঃ ত্বকের তৈলাক্ততা দূর করার জন্য এবং ত্বক ফর্সা করার জন্য আমাদেরকে দিনে অন্ততপক্ষে দুইবার মুখ ধোয়া উচিত।

প্রশ্নঃ সবচেয়ে ভালো নাইট ক্রিম কোনটি?
উত্তরঃ সবচেয়ে ভালো নাইট ক্রিম হিসেবে ল'রিয়াল প্যারিস হোয়াইট পারফেক্ট নাইট ক্রিম (Loreal Paris White Perfect Night Cream) এটিকে উল্লেখ করা যেতে পারে। তার কারণ হিসেবে উল্লেখ করা যায় এই ক্রিমটি অনেকটাই হালকা। যার ফলে খুব দ্রুতই এটি ত্বকের সাথে মিশে যায়। এটি ত্বকের বলি রেখা দূর করতেও সক্ষম।

শেষ কথা

ছেলেদের ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম সম্পর্কে আজকে আমাদের এই আর্টিকেলের প্রধান আলোচনার বিষয় ছিলো। আশা করছি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে এই বিষয়ে বুঝতে পেরেছেন। যদি তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমন আরো তথ্যবহুল আর্টিকেল প্রতিদিন পড়ার জন্য আমাদের সাথেই থাকুন।

Post a Comment

Previous Post Next Post