ওয়ালটন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশআরএফএল গ্যাসের চুলার দাম কোন মডেলের ক্ষেত্রে কেমন সেই সম্পর্কে আজকে আমরা জানবো। আপনি যদি একটি নতুন আরএফএল গ্যাসের চুলা ক্রয় করার কথা ভাবেন তাহলে অবশ্যই আপনার সকল আরএফএল গ্যাসের চুলার দাম সম্পর্কে জানা উচিত হবে। তাই আপনি যদি না জেনে থাকেন তাহলে সম্পূর্ণ পোস্টটি পড়ার মাধ্যমে জেনে নিন বিস্তারিত ভাবে।
বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান উন্নত হওয়ার কারণে সকলেই এই গ্যাসের চুলা ব্যাবহার করার কথা ভেবে থাকেন। তাই আমরা আজকে আরএফএল গ্যাসের চুলা নিয়ে এর আলোচনা জানবো।
পেজ সূচিপত্রঃ
ভূমিকা
সেরা কিছু আরএফএল গ্যাসের চুলার দাম সম্পর্কে আমরা সম্পূর্ণ পাঠে জানবো। আরএফএল নামক এই ব্রান্ডের সাথে আমরা প্রায় সকলেই পরিচিত। আবার অনেকে এমন রয়েছেন তারা যেকোন প্রোডাক্ট ক্রয় করার সময়ে আরএফএল ব্যান্ডের কথা স্মরণ করেন। তাই আপনাদের জন্যই আজকে আমরা আরএফএল ব্রান্ডের গ্যাসের চুলার দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাই আপনি যদি এই ব্রান্ডের পণ্য ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।
আপনি যদি আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকেন তাহলে আপনি আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত, আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম কত, আরএফএল গ্যাসের চুলার দাম ও ছবি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন বন্ধুগণ আর বেশি দেরি না করে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক।
আরএফএল গ্যাসের চুলার দাম
আরএফএল গ্যাসের চুলার দাম। ইতিমধ্যে আমরা সকলেই জানি যে আরএফএল এর গ্যাসের চুলা বাজারে খুব সহজেই পাওয়া যাচ্ছে। বর্তমানে সময়ে আমাদের বাংলাদেশে আরএফএল এর গ্যাসের চুলার চাহিদা অনেক ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণ হিসেবে দাঁড়ায় স্বল্প খরচ করার মাধ্যমে উন্নত মানের মানসম্পন্ন গ্যাসের চুলা হচ্ছে আরএফএল গ্যাসের চুলা।
আর তাতে রয়েছে নানান রকমের ডিজাইনের ভরপুর। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনার পছন্দের ডিজাইন এর আরএফএল গ্যাসের চুলা করতে পারবেন। আপনারা যারা আরএফএল এর গ্যাসের চুলা ক্রয় করার জন্য আগ্রহী তাদের জন্য নিচে সালের আর এফ এল এর গ্যাসের চুলার বেশ কয়েকটি মডেল ও এর মূল্যর তালিকা দেওয়া হল।
আরএফএল গ্যাসের চুলার দাম সেখান থেকে আপনারা সহজেই বিভিন্ন ধরনের মডেলের এবং বিভিন্ন ডিজাইনের গ্যাসের চুলা ক্রয় করতে পারবেন। আপনি যদি আরএফএল এর গ্যাসের চুলা করতে চান তাহলে এক্ষেত্রে সর্বনিম্ন খরচ হবে .১০০০ টাকা থেকে শুরু করে ১০০০০ টাকা পর্যন্ত। যার যেমন বাজেট অথবা যার যেমন সামর্থ্য রয়েছে সে তেমন ধরনের গ্যাসের চুলা করতে পারবেন। চলুনতাহলে এবার ২০১৪ সালের কিছু আরএফএল এর গ্যাসের চুলার দাম জেনে নেই।
- 80394 মডেলের Double Glass Auto Gas Stove 27 GR LPG গ্যাসের চুলার দাম ৭৪২৫ টাকা।
- Double Gas Auto Stove 2-11 SBC LPG গ্যাসের চুলার দাম ৩০৫০ টাকা।
- RFL Single Glass Auto LPG গ্যাসের চুলার দাম ২,৫৫০ টাকা।
- TOPPER Double Glass Auto Gas Stove LPG গ্যাসের চুলার দাম ৪,৮৭৫ টাকা।
- RFL Auto Gas Stove LPG 17 GN গ্যাসের চুলার দাম ৩,১২৫ টাকা।
- TOPPER Single SS Auto GS LPG (A-103) গ্যাসের চুলার দাম ১,৭৫০ টাকা।
- Topper Double Built-In-Hob NG Marvel গ্যাসের চুলার দাম ১০,৮৭৫ টাকা।
- TOPPER Single GLS Auto GS LPG (Rosy) গ্যাসের চুলার দাম ২,৬৯০ টাকা।
উপরের উল্লিখত সকল গ্যাসের চুলা ছাড়াও আরএফএল এর আরো বিভিন্ন মডেলের গ্যাসের চুলা রয়েছে। সেই সকল গ্যাসের চুলা সম্পর্কে নিম্নে আমরা বিস্তারিত আলোচনা করবো। একটু পরেই আমরা জানবো আরএফএল এর যেই সকল সিঙ্গেল গ্যাসের চুলা রয়েছে সেই সকল গ্যাসের চুলার দাম সম্পর্কে। অথবা আপনি আরো অনেক ধরণের আরএফএল গ্যাসের চুলা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত
আমরা যারা ছোট পরিবার তারা সকলেই চিন্তা করে থাকে আরএফএল এর সিঙ্গেল গ্যাসের চুলা কেনার জন্য। এখন এই সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত সেই সম্পর্কে হয়তো আপনি জানতে চাচ্ছেন। তাহলে চলুন এখন আমরা আরএফএল এর সিঙ্গেল গ্যাসের চুলার সকল দাম জেনে নেই।
আরএফএল গ্যাসের চুলার দাম বর্তমান বাজারে আরএফএল এর অনেক ধরণের সিঙ্গেল গ্যাসের চুলা পাওয়া যাচ্ছে। আপনাদের সুবিধার্থে নিচে ছকের মাধ্যমে আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার নাম এবং দাম তুলে ধরা হলো। তাহলে চলুন এখন একনজরে দেখে নেওয়া যাক।
আরএফএল ডাবল গ্যাসের চুলার দাম কত
আরএফএল গ্যাসের চুলার দাম কত? দিন বদলের পাশাপাশি মানুষ যত দিন যাচ্ছে মানুষ তত আধুনিকতার যুগে প্রবেশ করছে। আর তাই মানুষ আগের থেকে এখন আরো অনেক সৌখিন হয়েছে। পূর্বের যুগে মানুষের রান্নাবান্নার সকল কাজ করত বিভিন্ন মাটির চুলায়। সেই সকল কাজকে অসহ্য মনে হওয়ার কারণে এখন মানুষজন রান্নাবান্না করে শখের কাজে বলা যায়। কেননা বর্তমানে এখন সকলে গ্যাসের চুলায় রান্নাবান্না করতে সাচ্ছন্দ্যবোধ করে।
আর তাই সকলে গ্যাসের চুলা কেনার জন্য কম খরচে এবং তাড়াতাড়ি রান্না করার জন্য ডাবল গ্যাসের চুলা সম্বন্ধে খোঁজাখুঁজি করে থাকেন। আর এফ এল এর গ্যাসের চুলা যেহেতু গ্যাস শাস্রয়ী এবং অনেক ভালো আর তাই সকলে আর এফ এল গ্যাসের চুলা কেনার জন্য ভেবে থাকেন। তাই এখন আমরা সকলে আরএফএল এর ডাবল গ্যাসের চুলার দাম একটি ছকের মাধ্যমে জেনে নিবো।
উপরের উল্লিখিত এই সকল আরএফএল গ্যাসের চুলার দাম আপনার নিকটস্থ বাজারে কম অথবা বেশি হতে পারে। তবে অবশ্যই আপনি চেষ্টা করবেন ভালোভাবে দেখে শুনে ভালো পন্যটি ক্রয় করার জন্য।
আরএফএল গ্যাসের চুলার দাম ও ছবি
আরএফএল গ্যাসের চুলার দাম জানার পরেই আমরা প্রায় সকলেই এই গ্যাসের চুলা ক্রয় করি। আমরা যারা শহরে বসবাস করি তাদের জন্য শহরের ক্ষেত্রে গ্যাসের চুলা না হলেই না। প্রত্যেকটি বাসা বাড়িতে সিঙ্গেল গ্যাসের চুলা অথবা ডাবল গ্যাসের চুলার প্রয়োজন। তাই তারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের গ্যাসের চুলা গুলো ক্রয় করে থাকেন। সেই সকল ব্র্যান্ডের ভেতর রয়েছে ওয়ালটন গ্যাসের চুলা, টপার এর গ্যাসের চুলা।
এই সকল গ্যাসের চুলা গুলো সাশ্রয় দামের ভিতর খুব সহজে বাজারে পাওয়া যায়। আর এই গ্যাসের চুলা গুলোর সার্ভিস ও অনেক ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে এই সকল গ্যাসের চুলা গুলো বেশিদিন ব্যবহার করার পূর্বে নষ্ট হয়ে যায়। যার ফলে আগের মত আর ভালোভাবে রান্না করা সম্ভব হয়ে ওঠে না।
তাই আপনারা যারা এমন বিভ্রান্তিতে রয়েছেন তাদের জন্য আজকে আমরা আরএফএল এর সকল গ্যাসের চুলার দাম গুলো এবং তার সাথে ছবি তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে যিনারা গ্রামের মানুষজন রয়েছেন যিনারা সিলিন্ডার এর মাধ্যমে গ্যাসের চুলা ব্যবহার করেন তাদের জন্য আজকের আর্টিকেলটি আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে।
কারণ এখানে আমরা আরএফএল এর সকল গ্যাসের চুলার দামের সাথে সাথে সেই সকল গ্যাসের চুলা কি রকম সার্ভিস দিবে এই সকল বিষয়ে সহ বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে এখন আর বেশি দেরি না করে বিস্তারিত আলোচনা যাওয়া যাক।
আরএফএল গ্যাসের চুলার আরএফএল কোম্পানি তাদের গ্রাহকের কথা চিন্তা করে দুই ধরনের গ্যাসের চুলা বাজারে ছেড়েছে। সেগুলোর মধ্যে রয়েছে আরএফএল এর সিঙ্গেল একটি গ্যাসের চুলা এবং অন্যটি হলো আরএফএল এর ডাবল গ্যাসের চুলা। এই সকল গ্যাসের চুলার বিবরণ গুলো আমরা নিচে প্রথমে সিঙ্গেল গ্যাসের চুলা বিবরণ জানবো। তারপরে আরএফএল এর ডাবল গ্যাসের চুলার বিবরণ জনবো।
RFL TOPPER Single CI GS NG C-101 এই মডেলের গ্যাসের চুলার দাম এবং বিস্তারিত
আজকে আপনাদের মাঝে প্রথমেই যেই আরএফএল এর গ্যাসের চুলাটি সম্পর্কে বলতে হয় সেটির মডেল হলো TOPPER Single CI GS NG C-101। এই মডেলের গ্যাসের চুলা সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
- পণ্যের আইটেম কোডঃ 83950
- মাত্রাঃ L-290 x W-290 x H-125
- গ্যাস সাশ্রয়ঃ 25% পর্যন্ত
- ওয়ারেন্টিঃ এক বছর
- মূল্যঃ ১,০৫০ টাকা
RFL Single Glass Auto LPG Gas Stove JOSIE
- ব্র্যান্ডঃ RFL Gas Stove
- তৈরির উপাদানঃ Cast Iron
- সাইজঃ 320mm x 365mm x 130mm
- কালারঃ ছবিতে যেটা দেখানো আছে
- মূল্যঃ ৩,০০০ টাকা
RFL Bulit In Single Gas Stove FREESIA LPG এই মডেলের গ্যাসের চুলার দাম এবং বিস্তারিত
ব্র্যান্ডঃ RFL Gas Stove
- তৈরির উপাদানঃ Stainless steel top panel
- সাইজঃ 430mm x 325mm x 50mm
- কালারঃ ছবিতে যেটা দেখানো আছে
- মূল্যঃ ৪,৩৫০ টাকা
RFL Built In HOB Single Gas Stove ZARBERA LPG। আরএফএল গ্যাসের চুলার দাম
- ব্র্যান্ডঃ RFL Gas Stove
- তৈরির উপাদানঃ Tempered glass top panel
- সাইজঃ 430mm x 325mm x 50mm
- কালারঃ ছবিতে যেটা দেখানো আছে
- মূল্যঃ ৪,৭০০ টাকা
TOPPER Single SS Auto GS LPG A-102
- ব্র্যান্ডঃ TOPPER
- তৈরির উপাদানঃ Stainless steel panel
- সাইজঃ
- কালারঃ ছবিতে যেটা দেখানো আছে
- মূল্যঃ ১,৬৫০ টাকা
TOPPER Single SS AutoGas Stove NG A-102
- ব্র্যান্ডঃ TOPPER
- তৈরির উপাদানঃ Stainless steel panel
- সাইজঃ L-275 x W-355 x H-110 mm
- কালারঃ ছবিতে যেটা দেখানো আছে
- মূল্যঃ ১,৬৫০ টাকা
TOPPER Single SS Auto GS LPG (A-103) আরএফএল গ্যাসের চুলার দাম
- ব্র্যান্ডঃ TOPPER
- তৈরির উপাদানঃ Stainless steel panel
- সাইজঃ
- কালারঃ ছবিতে যেটা দেখানো আছে
- মূল্যঃ ১,৭৫০ টাকা
Single Glass LPG Gas Stove Princess
- ব্র্যান্ডঃ RFL
- তৈরির উপাদানঃ Stainless steel panel
- সাইজঃ L-320mm*W-365mm*Thick-7mm
- কালারঃ ছবিতে যেটা দেখানো আছে
- মূল্যঃ ২,৬৫০ টাকা
TOPPER Single GLS Auto GS LPG ( GLS-108 )
- ব্র্যান্ডঃ TOPPER
- তৈরির উপাদানঃ 8 MM tempered glass panel
- সাইজঃ
- কালারঃ ছবিতে যেটা দেখানো আছে
- মূল্যঃ ২,৭০০ টাকা
TOPPER Single GLS Auto GS LPG (Love Bird)
- ব্র্যান্ডঃ TOPPER
- তৈরির উপাদানঃ 8 MM tempered glass panel
- সাইজঃ
- কালারঃ ছবিতে যেটা দেখানো আছে
- মূল্যঃ ২,৮৫০ টাকা
আরএফএল এর ডাবল গ্যাসের চুলার মধ্যে যেসকল গ্যাসের চুলা অনেক জনপ্রিয় সেই সকল আরএফএল এর ডাবল গ্যাসের চুলা নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে চলুন এখন আমরা সকলেই এই বিষয়ে জেনে নেই।
RFL Built In HOB Double Gas Stove FLORA LPG। আরএফএল গ্যাসের চুলার দাম
- ব্র্যান্ডঃ RFL
- তৈরির উপাদানঃ Tempered glass top panel
- সাইজঃ 725mm x 405mm x 60mm
- কালারঃ ছবিতে যেটা দেখানো আছে
- মূল্যঃ ৮,৫০০ টাকা
TOPPER Double SS Auto Gas Stove NG A-203
- ব্র্যান্ডঃ TOPPER
- তৈরির উপাদানঃ Stainless Steel Panel
- ওজনঃ 3.6Kg
- কালারঃ ছবিতে যেটা দেখানো আছে
- মূল্যঃ ৩,১৫০ টাকা
Double Glass Auto Gas Stove 26 GR LPG
- ব্র্যান্ডঃ TOPPER
- তৈরির উপাদানঃ Hair finish stainless steel
- কালারঃ ছবিতে যেটা দেখানো আছে
- মূল্যঃ ৮,০০০ টাকা
Double S.S. Auto Gas Stove 2-04 SRB LPG
- ব্র্যান্ডঃ TOPPER
- তৈরির উপাদানঃ Mirror finish rustproof stainless steel body
- ওজনঃ
- কালারঃ ছবিতে যেটা দেখানো আছে
- মূল্যঃ ৫,০০০ টাকা
Double SS Auto Gas Stove (QUEEN CI) LPG
- ব্র্যান্ডঃ RFL
- তৈরির উপাদানঃ Stainless steel panel
- কালারঃ ছবিতে যেটা দেখানো আছে
- সাইজঃ 710mmX370mmX110mm
- মূল্যঃ ৩,৮০০ টাকা
তথ্যসূত্রঃ Rfleshop
আরএফএল গ্যাসের চুলা সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্নঃ অটো ডাবল গ্যাসের চুলার দাম কত?
উত্তরঃ অটো ডাবল গ্যাসের চুলার দাম বিভিন্ন ব্রান্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরণের হয়ে থাকে। যেমনঃ
- এস এস হেভি গ্যাসের চুলা ১,৬০০ টাকা
- ফ্যামিলি কিং গ্যাসের চুলা ১,৫০০ টাকা
- এস এস অটো গ্যাসের চুলা ১,৫০০ টাকা
প্রশ্নঃ বাংলাদেশে কোন ব্র্যান্ডের গ্যাসের চুলা ভালো?
উত্তরঃ বাংলাদেশের পণ্য হিসেবে ওয়ালটন ব্রান্ডের গ্যাসের চুলা অনেক ভালো। তার পাশাপাশি আরএফএল গ্যাসের চুলা ও অনেক ভালো।
প্রশ্নঃ গ্যাসের চুলার ইংরেজি নাম কি?
উত্তরঃ গ্যাসের চুলার ইংরেজি নাম হলো Gas stove
লেখকের মন্তব্য। আরএফএল গ্যাসের চুলার দাম
সেরা কিছু আরএফএল গ্যাসের চুলার দাম সম্পর্কে আমাদের আজকের এই আর্টিকেলের প্রধান আলোচনার বিষয় ছিলো। আশা করছি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে উক্ত সকল বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা বুঝতে পেরেছেন। এমন আরো তথ্যবহুল আর্টিকেল প্রতিদিন ফ্রীতে পড়তে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
Post a Comment