প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদনপ্রিয় পাঠক, পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার সম্পর্কে আপনি কি জানতে চাচ্ছেন। তাহলে আপনি এখন একদম সঠিক জায়গাতেই রয়েছেন। আপনি এই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়লে সকল জেলার পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বারগুলো জানতে পারবেন। তাই আর অন্য কোথাও না গিয়ে খোঁজাখুঁজি না করে মনোযোগ সহকারে পড়তে থাকুন।
পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার
একজন নাগরিক হিসেবে আমাদের সকলের পাসপোর্ট থাকাটা জরুরি। পাসপোর্ট হলো সেই দেশে বসবাসরত নাগরিকের একটি গুরুত্বপূর্ণ দলিল। এই দলিলটি ব্যাবহার করে আপনি অন্য দেশে ভ্রমণের অনুমতি নিতে পারবেন।

পেজ সূচিপত্রঃ

ভূমিকা

পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বারগুলো আমরা আজকে জানবো। পাসপোর্টের মাধ্যমে এক দেশের নাগরিক অন্যদেশে ভ্রমণ করতে পারেন। আমাদের সকলেরই বিভিন্ন কাজে অন্য দেশে যাওয়ার প্রয়োজন পরে। যার কারণে পাসপোর্ট বানিয়ে নিতে হয়। এই পাসপোর্ট বানাতে গিয়ে অনেকে অনেক ভগান্তির স্বীকার ও হন। সামান্য একটু তথ্য জানার জন্য পাসপোর্ট অফিসে দিনের পর দিন ঘুরতে হয়।

সেই কাজটা আপনি এক নিমিষেই করে ফেলতে পারবেন যদি আপনার সেই পাসপোর্ট অফিসের ফোন নাম্বার জানা থাকে। আজকের আর্টিকেলটি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লে সকল পাসপোর্ট অফসের নাম্বার জানতে পারবেন। এছাড়াও পাসপোর্ট কি আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানা পাসপোর্ট অফিসের সদর দপ্তর ঠিকানা পাসপোর্ট হেল্প লাইন পাসপোর্ট অফিসের সময়সূচী সকল পাসপোর্ট অফিসের ফোন নাম্বার জানতে পারবেন।

আপনি যদি আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকেন তাহলে আপনি পাসপোর্ট কি? আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানা, পাসপোর্ট অফিসের সদর দপ্তর ঠিকানা, পাসপোর্ট অফিসের সময়সূচী সহ আরো অনেক তথ্য বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন এখন বেশি দেরি না করে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক।

পাসপোর্ট কি?

পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বারগুলো জানার পূর্বে আসুন আমরা জেনে নেই পাসপোর্ট কি? পাসপোর্ট বলতে একধরণের ভ্রমণ নথি বা অনুমতিপত্র বোঝায়। যেইটা ব্যবহারের মাধ্যমে আপনি বিশ্বের যেকোন দেশে বৈধভাবে ভ্রমণ করতে পারবেন। এটি দেশের সরকার কর্তিক প্রদান করা হয়। এটি তৈরি করার সময় সাধারণত যেই ব্যক্তি পাসপোর্টটি তৈরি করবেন সেই ব্যক্তির/বাহকের জতীয় পরিচয় পত্র হিসেবে কাজ করে।

একটি পাসপোর্ট তৈরি করার সময় সেই ব্যক্তির/বাহিকের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জন্মস্থান, ছবি, বাহকের স্বাক্ষর সহ আরো অনেক তথ্য সংযুক্ত করা থাকে।দেশের গণ্ডির ভেতরে নিজেকে দেশের নাগরিক হিসেবে সত্যায়িত করার জন্য যেমন জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হয়।

তেমনি দেশের বাইরে নিজেকে সেই দেশের নাগরিক হিসেবে সত্যায়িত করার জন্য পাসপোর্ট এর প্রয়োজন হয়। জাতীয় পরিচয় পত্রের কাজ পাসপোর্ট দিয়েই করে ফেলা সম্ভব।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানা

আপনারা অনেকেই এমন আছেন যারা ফোনের মাধ্যমে তথ্য না নিয়ে সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে চান। কিন্তু আপনাদের কাছে সঠিক ঠিকানা না থাকার কারণে সেটা করতে পারেন না। আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানা জানার জন্য আপনাকে সঠিকভাবে আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানা মনে রাখতে হবে। আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানা সম্পর্কে সকল তথ্য নিম্নে দেওয়া হল।
আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানা
এছারাও অনেক আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে যেগুলো সম্পর্কে আরো বিস্তারিত নিম্নে আলোচনা করা হবে। তাই সকল আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানা জানার জন্য শেষ পর্যন্ত পরতে থাকুন।

পাসপোর্ট অফিসের সদর দপ্তর ঠিকানা

পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বারগুলো জানার জন্য অনেকে খোজ করে থাকেন পাসপোর্ট অফিসের সদর দপ্তর ঠিকানা সম্পর্কে। কিন্তু বিভিন্ন পতিবন্ধকতার কারণে আমাদের এই সম্পর্কে জানা হয়ে উঠে না। সে সকল পতিবন্ধকতার অবসান ঘটিয়ে এখন আপনারা পাসপোর্ট অফিসের সদর দপ্তর ঠিকানা সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন এখন জেনে নেওয়া যাক পাসপোর্ট অফিসের সদর দপ্তর ঠিকানা ও তার ফোন নাম্বার।

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস হল ঢাকা
এটিই পাসপোর্ট অফিসের সদর দপ্তর
ঠিকানা হলঃ ই-৭, আগারগাও সেরে-ই-বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ ১২০৭।
ফোন নাম্বার হলোঃ ০১৭৩৩-৩৯৩৩২৩

পাসপোর্ট হেল্প লাইন

আপনারা পাসপোর্ট বানানোর সময় বিভিন্ন জটিলতার সম্মুক্ষিন হইয়ে থাকেন। সেই সমস্যার সমাধান করার জন্য আপনাদের পাসপোর্ট হেল্প লাইনের প্রয়োজন হয়। কিন্তু আপনারা বুঝে উঠতে পারেন না কিভাবে সেই সমস্যার সমাধান করবেন। এখন আপনাদের জানাবো কিভাবে আপনি পাসপোর্ট হেল্প লাইনের মাধ্যমে সহায়তা নিতে পারবেন।

পাসপোর্ট হেল্প লাইনের সহায়তা নেওয়ার জন্য আপনাদের সবার প্রথমে পাসপোর্ট হেল্প লাইন নাম্বার জানা থাকতে হবে। যার মাধ্যমে আপনি ফোন কলের মাধ্যমে সাহায্য নিতে পারবেন। ঢাকার আগারগাঁও এর পাসপোর্ট অফিস হেল্প লাইন নাম্বার হলোঃ 01733393399 এবং 01733393323। এছাড়াও আপনি চাইলে আপনার জরুরি প্রয়োজনের জন্য পাসপোর্ট অফিসের অফিসারদের কাছে ইমেইল করতে পারবেন dpassport@pasport.gov.bd এই ঠিকানায়।

অথবা আপনি rpoagargaon@passport.gov.bd এই ইমেইল ঠিকানায় ও আপনি ই-মেইল পাঠাতে পারবেন। এছাড়াও আপনি পাসপোর্ট অফিসের প্রবেশ পথেই MRP এবং e passport হেল্প ডেস্ক দেখতে পাবেন। ওইখানে আপনার পাসপোর্ট সম্পর্কিত সহয়তা পাবার জন্য তথ্য আনুসন্ধান কেন্দ্র থেকে সহায়তা পেয়ে যাবেন।

পাসপোর্ট অফিসের হেল্প লাইন হলোঃ
  • মোবাইল নাম্বারঃ 01733393399
  • হেল্প লাইন নাম্বারঃ 01733393323
  • লেন্ড লাইন নাম্বারঃ 02-48121257
  • ই-মেইল ঠিকানাঃ rpoagargaon@passport.gov.bd

পাসপোর্ট অফিসের সময়সূচী

পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বারগুলো জেনে সেখানে অনেকেই যেতে চান। তবে সেখানে যেতে হলে অবসশ্যই আমাদেরকে পাসপোর্ট অফিসের সময়সূচী সম্পর্কে জানতে হবে। আমদের অনেকের মনে এমন ধরণের প্রশ্ন জাগে যে, পাসপোর্ট অফিসের সময়সূচী কি? কখন থেকে কখন অফিস খোলা থাকে? কখন গেলে আমরা পাসপোর্ট অফিস থেকে ঠিকঠাক মতো সেবা নিতে পারব। এসকল সব প্রশ্নের সকল উত্তর আপনাদের জানাবো। আপনারা যদি পাসপোর্ট অফিসের সময়সূচী সম্পর্কে না জেনে থাকেন তাহলে এখনি জেনে নিন পাসপোর্ট অফিসের সময়সূচী সম্পর্কে।
পাসপোর্ট অফিসের সময়সূচী
পাসপোর্ট অফিস প্রতি সপ্তাহে ৭ দিনের ৫ দিন খোলা থাকে। সপ্তাহের ৫ দিন রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ঃ০০ ঘটিকা থেকে বিকাল ৫ঃ০০ ঘটিকা পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ি খোলা থাকে। এছারাও সকল সরকারি ছুটির দিনে এই প্রতিষ্ঠানটি বন্ধ থাকে। শুক্রবার শনিবার সরকারি ছুটি থাকার কারণে সাপ্তাহের এই দুই দিন পাসপোর্ট অফিস বন্ধ থাকে।

আঞ্চলিক পাসপোর্ট অফিস সমূহের ঠিকানা ও মোবাইল নাম্বার

নিমেন আমরা সকলেই সকল পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বারগুলো জানতে পারবো। আঞ্চলিক পাসপোর্ট অফিস সমূহ তাদের অঞ্চলে বসবাসরত নাগরিকদের পাসপোর্ট প্রদান করে থাকে। আঞ্চলিক পাসপোর্ট অফিস সমূহ পাসপোর্ট ইস্যু করা ছাড়াও বাংলাদেশের নাগরিকদের জন্য পাসপোর্ট সংশোধন, পাসপোর্ট রিনিউ এছাড়াও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কাজগুলো আঞ্চলিক পাসপোর্ট অফিস সম্পন্ন করে থাকে।

বর্তমানে বাংলাদেশে ৬২ টি আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে। যারা প্রতিদিন প্রতিনিয়ত সেবা প্রদান করে যাচ্ছেন। নিম্নে সেই সকল আঞ্চলিক পাসপোর্ট অফিস সমূহের ঠিকানা ও মোবাইল নাম্বার, ইমেইল ঠিকানা দেওয়া হলোঃ

চট্রগ্রাম বিভাগের পাসপোর্ট অফিস সমূহ

আঞ্চলিক পাসপোর্ট অফিস, কুমিল্লা
মোবাইল নাম্বারঃ 01733393352
ফোন নাম্বারঃ +88-0081-65785
ই- মেইলঃ rpocomilla@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, নোয়াখালী
মোবাইল নাম্বারঃ 01733393381
ফোন নাম্বারঃ +88-0321-61704
ই- মেইলঃ rponoahkhali@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাঁদপুর
মোবাইল নাম্বারঃ 01733393355
ফোন নাম্বারঃ N/A
ই- মেইলঃ rpochandpur@passport.gov.bd

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, চট্টগ্রাম
মোবাইল নাম্বারঃ 01733393350
ফোন নাম্বারঃ +88-031-2526955
ই- মেইলঃ rpochandgaon@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ফেনী
মোবাইল নাম্বারঃ 01733393353
ফোন নাম্বারঃ +88-0331-74460
ই- মেইলঃ rpofeni@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ব্রাহ্মণবাড়িয়া
মোবাইল নাম্বারঃ  01733393322
ফোন নাম্বারঃ +88-880851-61077
ই- মেইলঃ rpobrahmanbaria@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, কক্সবাজার
মোবাইল নাম্বারঃ 01733393354
ফোন নাম্বারঃ +88-034152301 
ই- মেইলঃ rpocoxbazar@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, রাঙ্গামাটি
মোবাইল নাম্বারঃ 01733393356
ফোন নাম্বারঃ N/A
ই- মেইলঃ rporangamati@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, বান্দরবান
মোবাইল নাম্বারঃ 01733393359
ফোন নাম্বারঃ +88-0361-62400
ই- মেইলঃ rpobandarban@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, খাগড়াছড়ি
মোবাইল নাম্বারঃ 01733393360
ফোন নাম্বারঃ N/A
ই- মেইলঃ rpokhagrachori@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, লক্ষ্মীপুর
মোবাইল নাম্বারঃ 01733393357
ফোন নাম্বারঃ N/A
ই- মেইলঃ rpolaxmipur@passport.gov.bd

সিলেট বিভাগের পাসপোর্ট অফিস সমূহ

বিভাগীয় পাসপোর্ট এবং ভিসা অফিস, সিলেট
মোবাইল নাম্বারঃ 01733-393361
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rposylhet@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, মৌলভীবাজার
মোবাইল নাম্বারঃ 01733393362
ফোন নাম্বারঃ +88-0861-64086
ই- মেইলঃ rpomoulovibazar@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, সুনামগঞ্জ
মোবাইল নাম্বারঃ 01733393396
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rposunamgonj@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, হবিগঞ্জ
মোবাইল নাম্বারঃ 01733393363
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ  rpohobigonj@passport.gov.bd

রাজশাহী বিভাগের পাসপোর্ট অফিস সমূহ

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, রাজশাহী
মোবাইল নাম্বারঃ  01733-393380
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rporajshahi@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, বগুড়া
মোবাইল নাম্বারঃ 01733393382
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rpobogra@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, পাবনা
মোবাইল নাম্বারঃ 01733393386
ফোন নাম্বারঃ +88-0731-65153
ই- মেইলঃ rpopabna@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাপাই নবাবগঞ্জ
মোবাইল নাম্বারঃ 01733393388 ; +8801300452928
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rpochapainawabgonj@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, জয়পুরহাট
মোবাইল নাম্বারঃ 01733393383
ফোন নাম্বারঃ +88-0571-51311
ই- মেইলঃ rpojaypurhat@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, নওগাঁ
মোবাইল নাম্বারঃ 01733393387
ফোন নাম্বারঃ +88-0741-81363
ই- মেইলঃ rponaogaon@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, নাটোর
মোবাইল নাম্বারঃ 01733393385
ফোন নাম্বারঃ 077162460
ই- মেইলঃ rponatore@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, সিরাজগঞ্জ
মোবাইল নাম্বারঃ +88- 01733393384
ফোন নাম্বারঃ +88-0751-62903 
ই- মেইলঃ rposirajgonj@passport.gov.bd

খুলনা বিভাগের পাসপোর্ট অফিস সমূহ এবং পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, খুলনা
মোবাইল নাম্বারঃ 01733393364
ফোন নাম্বারঃ 041-732146
ই- মেইলঃ  rpokhulna@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, কুষ্টিয়া
মোবাইল নাম্বারঃ 01733393372
ফোন নাম্বারঃ 
ই- মেইলঃ rpokushtia@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, বাগেরহাট
মোবাইল নাম্বারঃ 01733393368
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rpobagerhat@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, চুয়াডাঙ্গা
মোবাইল নাম্বারঃ 01733393373
ফোন নাম্বারঃ +88-076181055
ই- মেইলঃ rpochuadanga@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঝিনাইদহ
মোবাইল নাম্বারঃ 01733393366
ফোন নাম্বারঃ  045162299
ই- মেইলঃ rpojinaidaha@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, মাগুরা
মোবাইল নাম্বারঃ 01733393369
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ pomagura@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, মেহেরপুর
মোবাইল নাম্বারঃ 01733393372 
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rpomeherpur@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, নড়াইল
মোবাইল নাম্বারঃ 01733393370
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rponorail@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, সাতক্ষীরা
মোবাইল নাম্বারঃ 01733393367
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rposatkhira@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, যশোর
মোবাইল নাম্বারঃ  +88-01733393365
ফোন নাম্বারঃ +88-0421-68510
ই- মেইলঃ rpojessore@passport.gov.bd

রংপুর বিভাগের পাসপোর্ট অফিস সমূহ

আঞ্চলিক পাসপোর্ট অফিস, দিনাজপুর
মোবাইল নাম্বারঃ 01733393358
ফোন নাম্বারঃ +88-053151470
ই- মেইলঃ  rpodinajpur@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, গাইবান্ধা
মোবাইল নাম্বারঃ 01733393390
ফোন নাম্বারঃ +88-0541-52233
ই- মেইলঃ rpogaibandha@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, কুড়িগ্রাম
মোবাইল নাম্বারঃ 01733393395
ফোন নাম্বারঃ 
ই- মেইলঃ rpokurigram@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, লালমনিরহাট
মোবাইল নাম্বারঃ 01733393394
ফোন নাম্বারঃ 
ই- মেইলঃ rpolalmonirhat@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, নীলফামারী
মোবাইল নাম্বারঃ 01733393393
ফোন নাম্বারঃ 0551-61664
ই- মেইলঃ rponilphamari@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, পঞ্চগড়
মোবাইল নাম্বারঃ 01733393391
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rpoponchogar@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঠাকুরগাঁও
মোবাইল নাম্বারঃ 01733393392
ফোন নাম্বারঃ 0561-61220
ই- মেইলঃ rpothakurgaon@passport.gov.bd

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, রংপুর
মোবাইল নাম্বারঃ 01733393389
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rporangpur@passport.gov.bd

বরিশাল বিভাগের পাসপোর্ট অফিস সমূহ এবং পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, বরিশাল
মোবাইল নাম্বারঃ 01733393374
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rpobarisal@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, বরগুনা
মোবাইল নাম্বারঃ 01733393378
ফোন নাম্বারঃ 
ই- মেইলঃ rpo_borguna@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ভোলা
মোবাইল নাম্বারঃ 01733393376
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rpobhola@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঝালকাঠি
মোবাইল নাম্বারঃ 01733393375
ফোন নাম্বারঃ 49 8632 73
ই- মেইলঃ rpojhalokati@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, পিরোজপুর
মোবাইল নাম্বারঃ 01733393379
ফোন নাম্বারঃ 0461-62372
ই- মেইলঃ rpopirojpur@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, পটুয়াখালী
মোবাইল নাম্বারঃ 01733393377
ফোন নাম্বারঃ +88-044164445
ই- মেইলঃ  rpopatuakhali@passport.gov.bd

ময়মনসিংহ বিভাগের পাসপোর্ট অফিস সমূহ

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ময়মনসিংহ
মোবাইল নাম্বারঃ 01733393334
ফোন নাম্বারঃ +88-091-66357
ই- মেইলঃ rpomymensingh@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, জামালপুর
মোবাইল নাম্বারঃ 01733393344
ফোন নাম্বারঃ +88-0981-63829
ই- মেইলঃ rpojamalpur@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, নেত্রকোনা
মোবাইল নাম্বারঃ 01733393348
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rponetrogona@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, শেরপুর
মোবাইল নাম্বারঃ 01733393341
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rposherpur@passport.gov.bd

ঢাকা বিভাগের পাসপোর্ট অফিস সমূহ

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, ঢাকা
মোবাইল নাম্বারঃ 01733393323
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rpoagargaon@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, যাত্রাবাড়ী
মোবাইল নাম্বারঃ  +88-01733393327
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rpojatrabari@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, গোপালগঞ্জ
মোবাইল নাম্বারঃ 01733393346
ফোন নাম্বারঃ 
ই- মেইলঃ rpogopalgonj@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, ফরিদপুর
মোবাইল নাম্বারঃ 01733393342
ফোন নাম্বারঃ 
ই- মেইলঃ rpofaridpur@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, মানিকগঞ্জ
মোবাইল নাম্বারঃ 01733393335
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rpomanikgonj@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, মুন্সিগঞ্জ
মোবাইল নাম্বারঃ 01733393339
ফোন নাম্বারঃ +88-027620182
ই- মেইলঃ rpomunshigonj@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, টাঙ্গাইল
মোবাইল নাম্বারঃ 01733393338
ফোন নাম্বারঃ +88092151440
ই- মেইলঃ rpotangail@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, কিশোরগঞ্জ
মোবাইল নাম্বারঃ 01733393340
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rpokishiregonj@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, নরসিংদী
মোবাইল নাম্বারঃ 01733393397
ফোন নাম্বারঃ 02-9452077
ই- মেইলঃ rponarshindi@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, গাজীপুর
মোবাইল নাম্বারঃ 01733393337
ফোন নাম্বারঃ 
ই- মেইলঃ rpogazipur@passport.gov.bd

আঞ্চলিক পাসপোর্ট অফিস, মাদারীপুর
মোবাইল নাম্বারঃ 01733393347
ফোন নাম্বারঃ
ই- মেইলঃ rpomadaripur@passport.gov.bd

পাসপোর্ট সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্নঃ পাসপোর্ট কাকে বলে?
উত্তরঃ পাসপোর্ট হলো ব্যক্তিগত তথ্য সম্বলিত একটি  অফিসিয়াল নথি এবং সাধারণ একটি ফটোগ্রাফ যা একজন ব্যক্তিকে বিদেশে ভ্রমণ করতে এবং সেখানে বিভিন্ন কাজ করতে অনুমতি প্রদান করে।

প্রশ্নঃ ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোনটি?
উত্তরঃ ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হলো সিঙ্গাপুর এর পাসপোর্ট।

প্রশ্নঃ ইন্ডিয়ান পাসপোর্ট কত নাম্বারে?
উত্তরঃ ইন্ডিয়ান পাসপোর্ট ৫৯ তম নাম্বারে রয়েছে। এই একটি ইন্ডিয়ান পাসপোর্ট দিয়ে কোন প্রকার ভিসা ছড়াই ৫৯ টি দেশে ভ্রমণ করা যায়।

প্রশ্নঃ বাংলাদেশের পাসপোর্ট কত নাম্বার ২০২৩?
উত্তরঃ ২০২৩ সালের বাংলাদেশের পাসপোর্ট ১৮২ তম নাম্বারে রয়েছে।

প্রশ্নঃ বাংলাদেশের পাসপোর্ট কত প্রকার?
উত্তরঃ বাংলাদেশের পাসপোর্ট তিন প্রকার।
  • সবুজ মলাটযুক্ত পাসপোর্ট, যা নিয়মিত বা সাধারণ পাসপোর্ট
  • নীল মলাটযুক্ত পাসপোর্ট, যা দাপ্তরিক পাসপোর্ট
  • লাল মলাটযুক্ত পাসপোর্ট, যা কূটনৈতিক পাসপোর্ট
প্রশ্নঃ কালো পাসপোর্ট কোন কোন দেশের?
উত্তরঃ কালো পাসপোর্ট আফ্রিকার সকল দেশের রয়েছে। যেমনঃ বতসোয়ানা, জাম্বিয়া, বুরুন্ডি, গ্যাবন, অ্যাঙ্গোলা, চাদ, কঙ্গো এবং মালাউই এই সকল দেশ তাদের পাসপোর্টের কাভারে এই রং ব্যাবহার করে থাকে। এছাড়াও নিউজিল্যান্ডেরও রয়েছে এই রঙের পাসপোর্ট। কারণ কারণ কালো তাদের জাতীয় রং।

প্রশ্নঃ পাসপোর্ট কিসের প্রতীক?
উত্তরঃ একটি পাসপোর্ট তার ধারকের ব্যক্তিগত পরিচয় এবং জাতীয়তা প্রত্যয়িত করার প্রতিক।

লেখকের মন্তব্য

আজকের আর্টিকেলটির প্রধান আলচ্য বিষয় ছিলো পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার সম্পর্কে। আশা করছি আপনি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে অনেক উপকৃত হয়েছেন। এই রকম আরো তথ্যবহুল আর্টিকেল প্রতিদিন পড়ার জন্য আমাদের সাথেই থাকুন। আর সবার আগে আমাদের ওয়েবসাইটে প্রকাশির তথ্যের নটিফিকেশান পেতে গুগল নিউজে ফলো করে রাখুন।

আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সকল ধরণের তথ্য নির্ভরযোগ্য স্থান থেকে সংগ্রহ করা। ভুল এড়ানোর আমরা সকল ধরণের পদক্ষেপ গ্রহণ করে থাকি। এরপরেও যদি আপনি কোথাও ভুল তথ্য খুজে পান অথবা কোন বিষয় সম্পর্কে বুঝতে না পারেন তাহলে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে জানাবেন। আমরা আপনার প্রতি কৃতঙ্গ থাকব। ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post