পানি পান করার সঠিক নিয়মপ্রিয় পাঠক, আপনি কি আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট এবং ফোন নাম্বার জানতে চাচ্ছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন। বিশেষ করা যারা ক্যান্সার রোগে আক্রান্ত হন তারা সকলেই এই বিষয়ে জানতে চান। আজকের এই আর্টকেলে আমরা এই বিষয়েই জানবো। তাহলে চলুন এখন আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট এবং ফোন নাম্বার জেনে নেওয়া যাক।
যারা ক্যান্সার রোগে ভুগছেন তাদের জন্য এই হাসপাতালটি হলো একটি বিশেষ জায়গা। এখানে ভালোমানের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। আর এখানে চিকিৎসা গ্রহণ করে অনেক ক্যান্সার রোগি সুস্থ্যও হয়ে গিয়েছেন।

পেজ সূচিপত্রঃ

ভূমিকা

ক্যান্সার একটি মারাত্মক প্রাণঘাতি রোগ। তাই এই রোগের সঠিক সময়ে চিকিৎসা করা না হলে মৃত্যু অনিবার্য হয়ে যেতে পারে। তাই আমাদের সঠিক সময়ে চিকিৎসা সেবা গ্রহণ করা উচিত। ক্যান্সার একটি প্রাণঘাতি রোগ হওয়ার কারণে এই চিকিৎসা অনেকে দেশের বাহিরে করিয়ে থাকেন। তবে যাদের তেমন কোন সামর্থ্য নেই তারা বাংলাদেশের এক জনপ্রিয় হাসাপাতাল আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকেন।

আপনি যদি আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকেন তাহলে আপনি আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা খরচ, আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ঠিকানা, আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ডাক্তার তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে চলুন এখন বেশি দেরি না করে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক।

আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট

আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট এবং ফোন নাম্বার জেনে আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশের সকল ক্যান্সার হাসপাতালের মধ্যে সবথেকে অন্যতম হলো আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল। যার জন্য বাংলাদেশের সকলেই এই হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। আর যাদের অনেক সামর্থ্য রয়েছে টাকা পয়সার তারা সকলেই দেশের বাহিরে গিয়ে চিকিৎসা সেবা নিয়ে থাকেন।
আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট
আপনি যদি আপনার ক্যান্সার রোগের চিকিৎসা নিতে চান অথবা আপনার পরিবারের কাউকে করাতে চান তাহলে অবশ্যই আপনার এই হাসপাতালের সকল ডাক্তারের সম্পর্কে জানা উচিত। এতে করে আপনার বুঝতে সুবিধা হবে আপনি সেখান থেক কোন ডাক্তারের সেবা নিবেন। তাহলে চলুন এখন সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।

ডাক্তারের নামঃ প্রফেসর ডাঃ কামরুজ্জামান চৌধুরী
  • এমবিবিএস
  • এফসিপিএস (রেডিয়েশন অনকোলজি)
  • ডিএমআরটি (রেডিওথেরাপি)
  • ক্যান্সার ও রেডিওথেরাপি বিশেষজ্ঞ
ডাক্তারের নামঃ প্রফেসর ড. এএমএম শরিফুল আলম
  • MBBS, DIH (NIPSOM), FCPS (রেডিওথেরাপি), FICS (USA)
  • ক্যান্সার, ব্যথা এবং উপশমকারী যত্ন বিশেষজ্ঞ
ডাক্তারের নামঃ ডাক্তার ভাস্কর চক্রবর্তী
  • এমবিবিএস, এফসিপিএস (রেডিওথেরাপি)
  • ক্যান্সার বিশেষজ্ঞ
  • কনসালটেন্ট, অনকোলজি
ডাক্তারের নামঃ ডঃ মুহাম্মদ মাসুদুল হাসান (অরূপ)
  • এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (রেডিওথেরাপি), এমডি (রেডিয়েশন অনকোলজি)
  • ক্যান্সার বিশেষজ্ঞ এবং রেডিয়েশন অনকোলজিস্ট
  • তিনি হলেন সহকারী অধ্যাপক, রেডিয়েশন অনকোলজি।
ডাক্তারের নামঃ ডাঃ মোঃ আব্দুল আহসান দিদার
  • MBBS, MPH (NIPSOM), MD (অনকোলজি), BCPM (কেরল)
  • ক্যান্সার এবং উপশমকারী যত্ন বিশেষজ্ঞ
ডাক্তারের নামঃ ডঃ রওশন আরা বেগম
  • এমবিবিএস, এমপিএইচ, এমএইচআইএল (রেডিওথেরাপি), ডিএমইউ, এফসিপিএস
  • ক্যান্সার বিশেষজ্ঞ
ডাক্তারের নামঃ ডঃ রোকায়া সুলতানা রুমা
  • এমবিবিএস, এমডি (ক্লিনিক্যাল অনকোলজি)
  • ক্যান্সার বিশেষজ্ঞ
ডাক্তারের নামঃ ডঃ লুবনা মরিয়ম
  • এমবিবিএস, এফসিপিএস (রেডিওথেরাপি), এমফিল (রেডিওথেরাপি), ফেলো (ইউআইসিসি)
  • রেডিয়েশন অনকোলজিস্ট
ডাক্তারের নামঃ ডাঃ মোসাম্মৎ রুবিনা সুলতানা ডাঃ
  • এমবিবিএস, এফসিপিএস (রেডিওথেরাপি)
  • ক্যান্সার বিশেষজ্ঞ
ডাক্তারের নামঃ ডাঃ নুসরাত হক
  • এমবিবিএস, এফসিপিএস (রেডিয়েশন অনকোলজি)
  • ক্যান্সার বিশেষজ্ঞ
ডাক্তারের নামঃ ডাঃ তসলিমা জামান
  • গ্যাস্ট্রোএন্টারোলজি
  • অগ্ন্যাশয় এবং লিভার রোগ বিশেষজ্ঞ
ডাক্তারের নামঃ ডাঃ মোঃ শরিফুল ইসলাম জনি
  • এমবিবিএস, এফসিপিএস (রেডিওথেরাপি)
  • ক্যান্সার বিশেষজ্ঞ
ডাক্তারের নামঃ ডাঃ সুরা জুকরুপ মোমতাহেনা
  • এমবিবিএস, এফসিপিএস (রেডিওথেরাপি), এমসিপিএস
  • ক্যান্সার বিশেষজ্ঞ
ডাক্তারের নামঃ ডাঃ অদিতি পল চৌধুরী
  • এমবিবিএস, এমডি (অনকোলজি)
  • ক্যান্সার বিশেষজ্ঞ
ডাক্তারের নামঃ ডাঃ জান্নাতুল ফেরদৌস ডা
  • এমবিবিএস, এফসিপিএস (রেডিওথেরাপি)
  • ক্যান্সার বিশেষজ্ঞ
ডাক্তারের নামঃ এএফএম ডাঃ আনোয়ার হোসেন প্রফেসর
  • এমবিবিএস, এফসিপিএস (সার্জিক্যাল অনকোলজি)
  • ক্যান্সার সার্জন
ডাক্তারের নামঃ ডাঃ আহমেদ মিজানুর রহমান
  • এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এমএস (সার্জিক্যাল অনকোলজি), এফএএমএস (এসজি)
  • ক্যান্সার ও জেনারেল সার্জন
ডাক্তারের নামঃ ডাঃ মোঃ নুরুজ্জামান সরকার
  • এমবিবিএস, এফএমএএস, এফসিপিএস (সার্জারি), এমএস (সার্জিক্যাল অনকোলজি)
  • ক্যান্সার ও অনকোপ্লাস্টিক সার্জন
ডাক্তারের নামঃ ডাঃ মোঃ আক্তার হামিদ
  • এমবিবিএস, এমএস (থোরাসিক সার্জারি)
  • থোরাসিক সার্জন
এই সকল ডাক্তার ছাড়াও অনেক ডাক্রার রয়েছেন সেখানে। যারা তাদের রুগিদের ডাক্তারি সেবা প্রদান করে থাকেন।

আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা খরচ

আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট সম্পর্কে তাদেরকে জানা জরুরি যারা ক্যান্সারের রোগে ভুগছেন। ক্যান্সার একটি মারাত্মক ও প্রাণঘাতি রোগ হওয়ার ফলে যাদের তেমন সামর্থ্য রয়েছে তারা দেশের বাহিরে থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। আর যাদের তেমন কোন সামর্থ্য নেই তারা সকলেই বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় হাসপাতাল আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে থাকেন।

এখানে চিকিৎসা নিতে আসা সকল মানুষই আগে চিন্তাভাবনা করেন এখানে চিকিৎসা খরচ কত হবে সেই সম্পর্কে। আপনি যদি এই সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন।

বাংলাদেশের এটিই একমাত্র হাসপাতাল যেখানে খুবই স্বপ্ল খরচে চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। এটি একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। এখানে আপনি মাত্র ৩০০০ (তিন হাজার) টাকায় ২৫ টি স্বাস্থ্য পরিক্ষা নিতে পারবেন। তার সাথে আপনি আপনার সম্পূর্ণ শরীরের চেকআপ করতে পারবেন।

এই সেবাটি বাংলাদেশি সাধারণ জনগণের কথা মাথায় রেখে গত ৩ এপ্রিল কম খরচে ফুল বডি চেক আপের সেবাটি চালু করেছে। এই সেবাটি চালু করার সাথে সাথে আরো একটি সুবিধা ব্যাবস্থা চালু করা হয়েছে সেটি হলো, রোগী সকল চিকিৎসার পরিক্ষার করার পরে সেখানের ডাক্তারগণের কাছে থেকে বিনামূল্যে সেবাটি/পরামর্শ গ্রহণ করতে পারবে।

তবে এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে আপনার রোগের চিকিৎসার খরচ কেমন হবে সেটা নির্ভর করবে আপনার রোগ কোন পর্যায়ে রয়েছে। আপনার ক্যান্সার রোগটি যদি একেবারে শেষ পর্যায়ে থাকে তাহলে আপনার চিকিৎসার খরচ একটু বেশি লাগবে।

এই পর্যায়ে এসে একজন ব্যাক্তি বাচা মরার স্থানে পৌছে যায়। এই পর্যায়ে আপনাকে খরচ একটু বেশি গুনতে হবে। আর আপনার রোগটি যদি একেবারে প্রথম পর্যায়ে থেকে থাকে তাহলে আপনার চিকিৎসার খরচ অনেক কম হবে। আর সাধারণ চিকিৎসাতেই আপনার এই রোগটি ভালো করা সম্ভব।

আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ঠিকানা

আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট জানেন এখন অনেকেই। তবে অনেকেই জানেন না আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ঠিকানা সম্পর্কে। যেহেতু ক্যান্সার একটি প্রাণঘাতি রোগ তাই সঠিক সময়ে এই রোগের সঠিক চিকিৎসা অনেক জরুরী একটি বিষয়। আর যদি সঠিক সময়ে এই রোগের চিকিৎসা করা না হয় তাহলে একজন ব্যাক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা দেওয়ার অনেক হাসপাতাল রয়েছে।
আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ঠিকানা
তবে সেই সকল হাসপাতালের মধ্যে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল একটি অন্যতম চিকিৎসা কেন্দ্র। কারণ এখানে খুবই স্বপ্ল খরচে উন্নতমানের চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। আমরা অনেকে এই চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা সেবা নিতে চাই। কিন্তু আমরা অনেকেই এই হাসপাতালের ঠিকানা জানিনা।

বিশেষ করে আমরা যারা ঢাকার বাহিরে থাকি তারা এই বিষয় সম্পর্কে আরো বেশি জানি না। যেহেতু এটি একটি মারাত্মক রোগ তাই সঠিক সময়ে সঠিক স্থানে এই রোগের চিকিৎসা করানো উচিত। তাহলে চলুন এখন আমরা সকলেই আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ঠিকানা সম্পর্কে জেনে নেই।

আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত। এটি ঢাকার উত্তর নগরীতে অবস্থীত। এই হাসপাতালের ঠিকানা হলো প্লট #03, বাঁধ ড্রাইভ ওয়ে সেকটর নাং #10, উত্তরা মডেল টাউন, উত্তরা, ঢাকা 1230। আশা করছি আপনারা এখন সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন।

আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ডাক্তার ফোন নাম্বার/ যোগাযোগের ঠিকানা

ডাক্তারের নামঃ প্রফেসর ডাঃ কামরুজ্জামান চৌধুরী
  • এমবিবিএস, এফসিপিএস (রেডিয়েশন অনকোলজি)
  • ডিএমআরটি (রেডিওথেরাপি)
  • ক্যান্সার ও রেডিওথেরাপি বিশেষজ্ঞ
  • চেম্বার ঠিকানাঃ প্লট # 03, বাঁধ ড্রাইভ ওয়ে, সেক্টর # 10, উত্তরা, ঢাকা
  • ভিজিটিং সময়ঃ সকাল ৯টা থেকে বিকেল ৩টা (বন্ধ: শুক্রবার)
  • যোগাযোগের নম্বরঃ 10617
ডাক্তারের নামঃ প্রফেসর ড. এএমএম শরিফুল আলম
  • MBBS, DIH (NIPSOM), FCPS (রেডিওথেরাপি), FICS (USA)
  • ক্লিনিক্যাল অনকোলজি (জাপান, অস্ট্রেলিয়া), ক্যান্সার এপিডেমিওলজি (জর্ডান), হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার (UK) প্রশিক্ষণ প্রাপ্ত
  • ঠিকানাঃ প্লট # 03, বাঁধ ড্রাইভ ওয়ে, সেক্টর # 10, উত্তরা, ঢাকা
  • দেখার সময়ঃ সকাল ৯টা থেকে বিকেল ৪টা (শনি, সোম ও বুধ)
  • যোগাযোগের নম্বরঃ 10617
ডাক্তারের নামঃ ডাঃ ভাস্কর চক্রবর্তী
  • এমবিবিএস, এফসিপিএস (রেডিওথেরাপি)
  • ঠিকানাঃ প্লট # 03, বাঁধ ড্রাইভ ওয়ে, সেক্টর # 10, উত্তরা, ঢাকা
  • রোগি দেখার সময়ঃ সকাল ১০টা থেকে দুপুর ১টা (মঙ্গল ও বৃহস্পতিবার)
  • যোগাযোগের নম্বর: 10617
ডাক্তারের নামঃ ডঃ মুহাম্মদ মাসুদুল হাসান (অরূপ)
  • এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (রেডিওথেরাপি), এমডি (রেডিয়েশন অনকোলজি)
  • ক্যান্সার বিশেষজ্ঞ এবং রেডিয়েশন অনকোলজিস্ট
  • ঠিকানা: প্লট # 03, বাঁধ ড্রাইভ ওয়ে, সেক্টর # 10, উত্তরা, ঢাকা
  • দেখার সময়: বিকাল ৫টা থেকে রাত ৯টা (বন্ধ: বৃহস্পতি ও শুক্রবার)
  • সিরিয়ালঃ 10617

আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা

প্রশ্নঃ আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল তৈরির খরচ কত?
উত্তরঃ আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা। যা 4,189.14 মিলিয়ন US$ এর সমান। 53.70 মিলিয়ন (US$1)=টাকা

প্রশ্নঃ রেডিও থেরাপি দিতে কত টাকা খরচ হয়?
উত্তরঃ রেডিও থেরাপি দিতে মোট ১,৮০,০০০ - ২,৫০,০০০ টাকা পর্যন্ত অথবা তার বেশি ও হতে পারে।

প্রশ্নঃ রেডিও থেরাপি কোষের কি ধ্বংস করে?
উত্তরঃ রেডিও থেরাপির মাধ্যমে ক্যান্সার কোষকে ধ্বংস করা হয়।

প্রশ্নঃ রেডিয়েশন চিকিৎসা কি পরিবারের সদস্যদের প্রভাবিত করে?
উত্তরঃ না। এই থেরাপি শুধুমাত্র যাকে প্রদান করা হবে তার ওপরই প্রভাবিত হয়।

প্রশ্নঃ 2023 অনুমোদিত হতে i131 কত সময় লাগে?
উত্তরঃ 2023 অনুমোদিত হতে i131 করতে বর্তমানে 6.1 মাস সময় নিয়ে থাকে।

প্রশ্নঃ I131 কতক্ষণ অপেক্ষা করতে হবে
উত্তরঃ এই ফর্ম জমা দেওয়ার পরে তার থেকে ১৫০ দিনের মধ্যে আপনার চিকিৎসা টি করা হবে। তবে কখনো কখনো সময়ে এর বেশি দেইন সময়ও লেগে যেতে পারে।

লেখকের মন্তব্য

আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট এবং ফোন নাম্বার সম্পর্কে আজকে আমাদের এই আর্টিকেলের প্রধান আলোচনার বিষয় ছিলো। আশা করছি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার মাধ্যমে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই রকম তথ্য বহুল আর্টিকেল প্রতিদিন ফ্রীতে পড়ার জান্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post