22 ক্যারেট স্বর্ণের দাম কত todayওয়ালটন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ 2024 জানতে চান? তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি
পড়ুন। এখন যেই সকল ফ্রিজের ব্রান্ড রয়েছে তার মধ্যে বাংলাদেশে সবথেকে জনপ্রিয়
ব্রান্ডের ফ্রিজের নাম হলো ওয়ালটন। আজকে আমরা তাই এই ওয়ালটন ফ্রিজের দাম এবং সকল
মডেলগুলো জানবো।
সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে আপনি ওয়ালটন ফ্রিজ 12 সেফটি প্রাইস ইন
বাংলাদেশ কত টাকা ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত এবং ওয়ালটন ফ্রিজ 176 লিটার
লিটারের দাম সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে মূল আলোচনায়
যাওয়া যাক।
পেজ সূচিপত্রঃ
ওয়ালটন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ 2024
বর্তমান সময়ে বাংলাদেশে দেশিয় একটি পণ্য হিসেবে ওয়ালটন দাপটের সাথে ব্যাবসা করছে।
শুধু আমাদের দেশেই নয়, বরং এটি এখন সারা বিশ্বের মধ্যেই দাপটের সাথে ব্যাবসা
করছে। অন্য সকল কম্পানির মূল্যের থেকে এই ওয়ালটন কম্পানির মূল্য অনেকটাই সাশ্রয়ী।
তার পাশাপাশি এটি গুণে এবং মানেও অনেক ভালো। এই সকল সার্বিক থেকে তুলনা করা হলে
এই ওয়ালটনের ফ্রিজকে সর্বাধিক সেরা উপাধিতে ভূষিত করা যায়।
ওয়ালটন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ 2024 সালের দাম আমরা একটু পরেই জানতে পারবো।
গরমের সময়ে অত্যাধিক গরমের থেকে সকল প্রকার কাঁচা শাকশবজিকে ভালো রাখার জন্য এই
ওয়ালটন ফ্রিজ অনেকটাই গুণগত মানের দিক থেকে ভালো। আর তার জন্যই এই ফ্রিজ সকলেই
ব্যাবহারের ক্ষেত্রে স্বাচ্ছন্দ বোধ করে থাকে। তাই মানুষজন তার সামর্থের ওপর
নির্ভর করে বিভিন্ন আকৃতির এই ওয়ালটন ফ্রিজ ক্রয় করে থাকে।
বাংলাদেশের সকল মানুষজনের সামর্থের কথা চিন্তা ভাবনা করে এই ওয়ালটন কম্পানি সকল
মানুষের যেনো বাজেটের মধ্যে থেকে তাদের পণ্য ক্রয় করতে পারে সেদিকে লক্ষ্য রেখে
বিভিন্ন সাইজের এবং বিভিন্ন মূল্যের পণ্য উৎপাদন করে। আর তাই সকল ধরণের গ্রামের
দোকেন অথবা রেস্টুরেন্টে তাদের বাজেটের মধ্যে রেখে ক্রয় করতে পারে।
যখন আপনি একটি ফ্রিজ সম্পর্কে জানতে চাইবেন তখনই সবার আগে যেটি উঠে আসে সেটি হলো
গ্রস ভলিউম ও নেট ভলিউম। আপনার যদি এই বিষয়ে জানা না থেকে থাকে তাহলে চলুন এখন
আমরা এই বিষয়টি সম্পর্কেও জেনে নেই।
গ্রস ভলিউমঃ গ্রস ভলিউম হলো কোন প্রকার তাপমাত্রা অথবা ব্যারোমেট্রিক কোন
প্রকার সমন্বয় ছাড়াই গ্যালন [লিটার] একটি পরিমাপ।
নেট ভলিউমঃ নেট ভলিউম হলো একটি মিলি লিটার তরল আউন্স হিসাবে প্রকাশ করা
তরল পণ্যের তরল পরিমাপ।
ওয়ালটন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ 2024 সম্পর্কে সকল ওয়ালটন ফ্রিজের মূল্য
সম্পর্কে জানতে পারবো। এখান থেকে আমরা ফ্রিজের বেসিক সম্পর্কে জানতে পারলাম। তাই
চলুন আর বেশি দেরি না করে সকল প্রকার ওয়ালটন ফ্রিজের 2024 সালের দাম জেনে নেওয়া
যাক।
ওয়ালটন ফ্রিজ 12 সেফটি প্রাইস ইন বাংলাদেশ
ওয়ালটন ফ্রিজ 12 সেফটি এর দাম কত টাকা এই সম্পর্কে আপনাদের সাথে এখন আমরা আলোচনা
করবো। ওয়ালটন ফ্রিজ 12 সেফটি এই ফ্রিজের দাম বিভিন্ন মডেলের ক্ষেত্রে আলাদা
আলাদা হয়ে থাকে। তবে আপনার বাজেট যদি ৩৪,০০০ (চৌত্রিশ হাজার) টাকা থেকে ৮০,০০০
(আশি হাজার) টাকা থেকে থাকে তাহলে আপনি এই 12 সেফটির ওয়ালটন ফ্রিজ ক্রয় করার
জন্য দেখতে পারেন।
নিম্নে ওয়ালটন ফ্রিজ 12 সেফটির সকল মডের দাম তূলে ধরা হলো একটি ছকের মাধ্যমে।
আশা করছি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ি মডেল সিলেক্ট করে নিয়ে ফ্রিজ ক্রয় করতে
পারবেন।
ওয়ালটন ফ্রিজ 12 সেফটির সকল মডেলের ফ্রিজেরই কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো
নিম্নে তুলে ধরা হলো।
- অপারেটিং ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি রেটিং হলো ২২০-২৪০V~ এবং ৫০Hz
- এটি একটি ডাইরেক্ট কুল বৈশিষ্ট্যর ফ্রিজ
- দরজার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে কাচের দরজা
- কুলিং সিস্টেম -১৮℃
- ৩৮০ লিটার পরিমাণ গ্রস ভলিউম
- রেফ্রিজারেটর ক্যাবিনেট ০℃ থেকে +৫℃
- নিট ভলিউমের পরিমাণ ৩৬৫ লিটার
ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত
আপনি যদি ওয়ালটন 10 সেফটির ফ্রিজ ক্রয় করতে চান তাহলে আপনার বাজেট সর্বনিম্ন
২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা থেকে ৪৯ হাজার টাকা রাখতে হবে। তাহলেই আপনি এই 10
সেফটির ভালো মানের একটি ফ্রিজ ক্রয় করতে পারবেন। তাহলে চলুন এখন আমরা ওয়ালটন
ফ্রিজ 10 সেফটি দাম কত এবং মডেলগুলো দেখে নেই একটি ছকের মাধ্যমে।
ওয়ালটন ফ্রিজ 176 লিটার
ওয়ালটন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ 2024 এ ওয়ালটন ফ্রিজ 176 লিটার এর অনেকগুলো
মডেলের ফ্রিজ রয়েছে। এটি ফ্রিজগুলো আপনার পছন্দ অনুযায়ি আপনি আপনার বাজেটের
মধ্যেই ক্রয় করতে পারবেন। তবে আপনার বাজেট যদি ২০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা
হয়ে থাকে তাহলে আপনি এই পছন্দের ফ্রিজটি কিনে নিয়ে ব্যাবহার করতে পারেন। চলুন
তাহলে এবার আমরা এই ওয়ালটন ফ্রিজ 176 লিটার এর মডেল এবং মুল্য তালিকা জেনে নেই।
মডেলঃ Walton Refrigerator 176 Ltr (WFD-1F3-GDEL-XX-Gross)
- টাইপঃ Direct Cool
- গ্রস ভলিউমঃ 176 লিটার
- নিট ভলিউমঃ 163 লিটার
- রেফ্রিজারেন্টঃ R600a / R134a
- মূল্যঃ ৩২,৯৯০ টাকা
মডেলঃ Walton Fridge WFA-2A3-GDEL-XX-176 Ltr Direct Cool Refrigerator
- টাইপঃ Direct Cool
- গ্রস ভলিউমঃ 213 লিটার OD
- নিট ভলিউমঃ 176 লিটার
- রেফ্রিজারেন্টঃ R600a / R134a
- মূল্যঃ ৩৩,০০০ টাকা
মডেলঃ Walton WFD-1F3-GDEL-XX Direct Cool Refrigerator - 176 Ltr
- টাইপঃ Direct Cool
- গ্রস ভলিউমঃ 176 লিটার OD
- নিট ভলিউমঃ 163 লিটার
- রেফ্রিজারেন্টঃ R600a / R134a
- মূল্যঃ 28,600 টাকা
মডেলঃ Walton Refrigerator 176 Ltr (WFD-1F3-GDEL-XX-Gross)
- টাইপঃ Direct Cool
- গ্রস ভলিউমঃ 176 লিটার OD
- নিট ভলিউমঃ 163 লিটার
- রেফ্রিজারেন্টঃ R600a
- মূল্যঃ 30,300 টাকা
মডেলঃ Marcel MFD-A6C-GDEL-XX Refrigerator 176 Ltr exclusive
- টাইপঃ Direct Cool
- গ্রস ভলিউমঃ 176 লিটার OD
- নিট ভলিউমঃ 163 লিটার
- রেফ্রিজারেন্টঃ R600a
- মূল্যঃ 31,000 টাকা
ওয়ালটন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ 2024 এর মধ্যে উপরের উল্লিখি এই সকল ওয়ালটন
ফ্রিজ 176 লিটার এর পাওয়া যায়। এখন আপনার বাজেট যদি কম হয়ে থাকে যেমন ২০ হাজার
টাকা থেকে ৮০ হাজার টাকার মধ্যে তাহলে আপনি এই সকল ফ্রিজ কিনে বাসায় ভালোভাবে
ব্যাবহার করতে পারবেন। আশা করছি আপনারা এই বিষয়ে বিস্তারি বুঝতে পেরেছেন।
ওয়ালটন ফ্রিজ ৮ সেফটির দাম ২০২৪
ওয়ালটন ফ্রিজ ৮ সেফটির এই ফ্রিজটি যাদের পরিবারে কম সংখ্যক মানুষজন থাকেন তাদের
বাসা বাড়িতে ব্যাবহারের জন্য অনেক ভালো মানের হবে এই ফ্রিজটি। এই ফ্রিজ ক্রয় করার
জন্য আপনার বাজেট অবশ্যই ৩০ হাজার টাকা হতে ৪০ হাজার টাকার মধ্যে হতে হবে। চলুন
তাহলে এখন এই ফ্রিজের দাম আমরা একটি ছকের মাধ্যমে জেনে নেই।
ওয়ালটন ফ্রিজ ব্যবহারের নিয়ম
ওয়ালটন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ 2024 সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে অবশ্যই
আপনার এই বিষটিও জানেত হবে ওয়ালটন ফ্রিজ ব্যবহারের নিয়ম সম্পর্কে। বর্তমানে
সময়ে ফ্রিজ আমাদের অতি প্রয়োজনিয় একটি বস্তু হয়ে গিয়েছে। যার প্রতিশ্রুতিতে
আমাদের ফ্রিজ ছাড়া জীবন কাটানো অনেকটাই কঠিন হয়ে গিয়েছে। আর তাই এখন কমবেশি সকলের
ঘরেই ফ্রিজ দেখতে পাওয়া যায়।
সবজি টাটকা রাখার জন্য এখন সকলেরই ভরসার একটি জায়গা হলো ওয়ালটন ফ্রিজ। কারণ এই
ফ্রিজ শাক সবজি টাটকা রাখার জন্য অনেক ভালো একটি ফ্রিজ। তার ফলে শাক-সবজি নষ্ট না
হয়ে টাটকাই থেকে যায়। তবে এই ওয়ালটন ফ্রিজ ব্যাবহারের কিছু নিয়ম রয়েছে। যদি এই
নিয়মগুলো না মেনে ফ্রিজ ব্যাবহার করেন তাহলে আপনার ফ্রিজটি খুব দ্রুত নষ্ট হয়ে
যেতে পারে। তাহলে চলুন এখন আমরা দেখে নেই কোন কোন নিয়ম রয়েছে এই ফ্রিজ ব্যাবহারের
ক্ষেত্রে।
- ফ্রিজ কিনে নিয়ে এসেই সাথে সাথে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না
- ফ্রিজের বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য ভালোমানের মাল্টিপ্লাগ ব্যাবহার করতে হবে
- ফ্রিজের লাইন দেওয়ার ক্ষেত্রে যেন লুজ কানেকশান না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে
- ফ্রিজটি যেন ভালোভাবে রাখা যায় এমন একটি সঠিক জায়গা নির্ধারণ করতে হবে
- ফ্রিজে যেন অতিরিক্ত লোড না পরে সেইদিকেও খেয়াল রাখতে হবে
উপরের উল্লিখিত এই সকল নিয়ম কানুন মেনে যদি আপনি ওয়ালটন ফ্রিজ ব্যাবহার করেন
তাহলে সেই ফ্রিজ তাড়াতাড়ি নষ্ট হবে না। যার ফলে আপনি অনেকদিন ধরে একই ফ্রিজ
ব্যাবহার করতে পারবেন। আশা করছি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাতে সচেষ্ট
হয়েছি।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন-উত্তরঃ
১৩২ লিটার ওয়ালটন ফ্রিজের দাম কত?
১৩২ লিটার ওয়ালটন ফ্রিজের দাম এখন ১৯৫০০ হাজার টাকা থেকে ২১,৫০০ টাকা। এই
বাজেটের মধ্যেই আপনি পেয়ে যাবেন।
ওয়ালটন ফ্রিজ কি ভালো?
ওয়ালটন হল এক নম্বর ব্র্যান্ড যা সর্বোত্তম মানের রেফ্রিজারেটর, এয়ার
কন্ডিশনার, ফ্রিজার উৎপাদন করে। যেটি ব্যাবহার করে আপনিও অনেক স্বাচ্ছন্দ বোধ
করবেন।
ওয়ালটন কি বাংলাদেশের ব্র্যান্ড?
হ্যা, ওয়ালটন হলো বাংলাদেশের একটি ব্রান্ড। যেই কম্পানি ভালোমানের ফ্রিজ তৈরি
করে। এছাড়াও এখন আরো নানান ধরণের ইলেকট্রিক পণ্য তৈরি করছে।
শেষ কথা
ওয়ালটন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ 2024 এই পোস্টের মধ্যে আমরা সকল প্রকার ওয়ালটন
ফ্রিজ এর দাম এবং সেই ফ্রিজের বিভিন্ন তথ্য সম্পর্কে তুলে ধরেছি। আশা করছি আপনি
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার মাধ্যমে এই সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি এই
আর্টিকেলটি আপনার উপকারে আসে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরো
আর্টিকেল প্রতিদিন ফ্রীতে পড়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।
Post a Comment