কক্সবাজার হোটেল মোবাইল নাম্বারপ্রিয় পাঠক, কক্সবাজার হোটেল ভাড়া ২০২৪ সম্পর্কে আপনি নিশ্চই জানতে চাচ্ছেন।
কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সঠিক তথ্যটি কোথাও খুজে পাচ্ছেন না। আপনি আমাদের এই
আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকুন। আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ
কক্সবাজার হোটেল ভাড়া ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।
আপনি যদি আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়েন তাহলে আপনি আরো
অনেক তথ্য সম্পর্কে জানতে পারবেন। যেমন কম খরচে কক্সবাজারে কোন হোটেলে থাকতে
পারবেন সেই সম্পর্কেও জানতে পারবেন।
পেজ সূচিপত্রঃ
- ভূমিকা
- কক্সবাজার হোটেল ভাড়া ২০২৪
- কম খরচে কক্সবাজার হোটেল এর তালিকা
- কক্সবাজারের সকল হোটেল ভাড়ার তালিকা
- ১০০০ টাকায় কক্সবাজার হোটেল ভাড়া ও ঠিকানা
- সায়মন বিচ রিসোর্ট ভাড়া কত
- কক্সবাজার কলাতলীতে হোটেল ভাড়া কত
- কক্সবাজারের কলাতলীতে হোটেল ভাড়া ও বুকিং ২০২৪
- কক্সবাজারের সস্তা মানের আবাসিক হোটেলের ভাড়া
- ইনানী রয়েল রিসোর্ট ভাড়া কত
- কক্সবাজার হোটেল সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)
- লেখকের মন্তব্য
ভূমিকা
এই বিশ্বে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে অনেক ধরনের সমুদ্র সৈকত রয়েছে। তবে
পৃথিবীর বুকে অন্যতম একটি সমুদ্র সৈকত হলো চট্টগ্রামের কক্সবাজার সমুদ্র সৈকত।
যেখানে বাংলাদেশ হবে দেশের অন্যান্য দেশের মানুষ জন ভ্রমণ করতে আসেন। আর এখানে
এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজ সেটি হল একটি হোটেল ভাড়া করে থাকা। আর আমরা
আপনাদেরকে আজকে এই বিষয়ে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব।
আপনি যদি আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে থাকেন তাহলে আপনি
কক্সবাজারের সকল হোটেল ভাড়ার তালিকা, সায়মন বিচ রিসোর্ট ভাড়া কত, ১০০০ টাকায়
কক্সবাজার হোটেল ভাড়া ও ঠিকানা, কক্সবাজার কলাতলীতে হোটেল ভাড়া কত এই সকল বিষয়
সহ আরো অনেক বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন বন্ধুগণ আর বেশি
দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক।
কক্সবাজার হোটেল ভাড়া ২০২৪
আমরা সকলে জানি আমাদের বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মধ্যে কক্সবাজার অবস্থিত। এই
চট্টগ্রামের বিশাল একটি সমুদ্র সৈকত নিয়ে কক্সবাজারটি অবস্থিত। এই কক্সবাজারে
বিশ্বের বিভিন্ন দেশ হতে বিভিন্ন রকমের মানুষ ঘুরতে আসেন। সেখানে গিয়ে সবার
প্রথমে যে কাজটি হয়ে থাকে সেটি হল থাকার জায়গা খোঁজা। অর্থাৎ কোন একটি হোটেলে
থাকার জন্য ভাড়া করা।
এই অবস্থায় যারা আপনারা ভ্রমন পিপাসু ব্যক্তি রয়েছেন কক্সবাজারের ভ্রমণ করতে
চাচ্ছেন তারা আমাদের আজকের এই পোস্টটি কক্সবাজার হোটেল ভাড়া ২০২৪ সম্পর্কে আপডেট তথ্য জেনে
নিবেন। কেননা আপনি যদি আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন তাহলে অনেক
গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। কক্সবাজার ভ্রমণ করতে গেলে আপনি সেখানে শত শত
হোটেল দেখতে পাবেন।
সেখানে এক এক ধরনের হোটেলে সার্ভিসের ভিটেতে এক এক ধরনের ভাড়া নির্ধারণ করা হয়।
কক্সবাজারে গিয়ে আপনি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ টাকা দিয়ে
হোটেল ভাড়া করে নিয়ে সেখানে থাকতে পারবেন। আমাদের মধ্যে এমন অনেকের রয়েছেন
যিনারা কক্সবাজারে ঘুরতে গিয়ে সবার প্রথমে যে বাধাটি সম্মুখীন হয় সেটা হলো
কক্সবাজারের হোটেল ভাড়ার বাধা।
অনেকে রয়েছেন বড় বড় হোটেল থেকে পছন্দ করেন। সেখানে গিয়ে আপনার তাদের সার্ভিস
অনেক ভালো বলে মনে হয়। সেখানে কি ভাড়া কথা জিজ্ঞেস করলেন নির্ধারিত মূল্যের
থেকে অনেক বেশি থাকা আপনাদের কাছ থেকে চেয়ে থাকে। আপনি যদি আজকের এই আমাদের
আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন তাহলে কক্সবাজারের সকল হোটেলের ভাড়া আপনি জানতে
পারবেন। অতএব শেষ পর্যন্ত সম্পন্ন আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
কম খরচে কক্সবাজার হোটেল এর তালিকা
আপনি যদি কক্সবাজারে ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা দেন আর সেখানে গিয়ে যদি পৌঁছেন
তাহলে সেখানে দেখতে পারবেন থাকার জন্য হাজার হাজার হোটেল রয়েছে। সেই হোটেলের
রুমগুলো আপনার কাছে তারা ভাড়া দিতে চাইবে। কক্সবাজারের এই হাজার হাজার হোটেলের
মধ্যে কম খরচের কিছু হোটেলের তালিকা গুলো নিয়ে আমরা নিম্নে আলোচনা করব।
কক্সবাজারের এই হোটেল গুলোর ভাড়া কম হওয়ায় আপনারা মনে করবেন না যে এই হোটেলটি
গুনে মানে অনেক খারাপ। ব্যাপারটি আসলে তেমন নয়। বরং এই হোটেল গুলো কক্সবাজারের
গুরুত্বপূর্ণ কিছু পর্যটন এলাকার পাশে অবস্থিত। নিম্নে আপনার বাজেটের মধ্যে সেই
সকল হোটেলের তালিকা গুলো তুলে ধরা হলো।
- Ocean Paradise
- সায়মন বিচ
- ব্লু ওসেন
- ডায়মন্ড প্যালেস গেস্ট হাউস
- লং বিচ হোটেল
- সী আরাফাত রিসোর্ট
- ইনানী রয়েল রিসোর্ট
- উর্মি গেস্ট হাউজ
- সী হিল গেস্ট হাউজ
- হোটেল সী আলিফ
- কলাতলী হোটেল
- সী হ্যাভেন গেস্ট হাউজ
কক্সবাজারের সকল হোটেল ভাড়ার তালিকা
কক্সবাজার হোটেল ভাড়া কত টাকা ২০২৪ সালের সর্বোশেষ আপডেট ভাড়া আমরা নিম্নে জানতে পারবো। বাংলাদেশের অন্যতম একটি পর্যটন এরিয়া কক্সবাজারের সকল হোটেলের ভাড়ার তালিকা
নিম্নে উল্লেখ করা হবে। এছাড়া এখান থেকে আপনি সেখানের সকল হোটেল গুলোর নাম, সে
হোটেলের মোবাইল নাম্বার এবং ঠিকানা সম্পর্কে জানতে পারবেন। তবে এখানে সবচেয়ে
গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটি হল হোটেলের মোবাইল নাম্বার।
হোটেলের মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি সেই হোটেলের সাথে সরাসরি যোগাযোগ করতে
পারবেন। তাদের সাথে কথা বলে আপনার হোটেলের সেট বুকিং ও দিতে পারবেন। সাথে সাথে
আপনি যদি সেখানে গিয়ে তাদের হোটেল না চিনে থাকেন তাহলে তাদেরকে ফোন করলে আপনার
ওনারা আপনাকে এসে রিসিভ করে নিয়ে যাবে। তো যখন বন্ধুগণ এখন আমরা কক্সবাজারের সকল
হোটেলের ভাড়ার তালিকা সম্পর্কে জেনে নেই।
সিগাল হোটেল
- হোটেল ঠিকানাঃ হোটেল মোটেল জোন, সমুদ্র সৈকত
- যোগাযোগের মোবাইল নম্বরঃ +৮৮ ০৩৪১ ৬২৪৮০-৯০
হোটেল নিশোরগো
- হোটেল ঠিকানাঃ প্লট নং ৪৯২ মেরিন ড্রাইভ রোড
- যোগাযোগের মোবাইল নম্বরঃ +৮৮০ ১৮৫১ ৭০৩৭০১
ইকরা বিচ হোটেল
- হোটেল ঠিকানাঃ মেইন রোড, কলাতলী
- যোগাযোগের মোবাইল নম্বরঃ +৮৮০ ১৭৫১ ৫৫২৫ ১৭
এক্সোটিকা সাম্পান
- হোটেল ঠিকানাঃ মেরিন ড্রাইভ পয়েন্ট
- যোগাযোগের মোবাইল নম্বরঃ +৮৮০ ১৮৭৬ ০০০০২২
হেরিটেজ হোটেল
- হোটেল ঠিকানাঃ ১৭৩-১, বাইপাস রোড, কলাতলী সার্কেল
- যোগাযোগের মোবাইল নম্বরঃ +৮৮০ ৩৪১ ৫২৬১১
লং বিচ হোটেল
- হোটেল ঠিকানাঃ ১৪ কলাতলী, হোটেল-মোটেল জোন
- যোগাযোগের মোবাইল নম্বরঃ +৮৮ ০৩৪১ ৫১৮৪১৩-৬
হোটেল কোস্টাল পিস
- হোটেল ঠিকানাঃ বাড়ি-৬, ব্লক-বি, কলাতলী রোড
- যোগাযোগের মোবাইল নম্বরঃ +৮৮০ ১৭৫৫ ৫২১৭৯৭
হোটেল কল্লোল
- হোটেল ঠিকানাঃ হোটেল মোটেল জোন, কল্লোল পয়েন্ট
- যোগাযোগের মোবাইল নম্বরঃ +৮৮ ০৩৪১ ৬৪৭৪৮
মহাসাগরের স্বর্গ
- হোটেল ঠিকানাঃ ২৮-২৯, হোটেল মোটেল জোন, কলাতলী
- যোগাযোগের মোবাইল নম্বরঃ +৮৮ ০৯৬১৯ ৬৭৫ ৬৭৫
কক্স টুডে
- হোটেল ঠিকানাঃ প্লট-৭, রোড-০২, হোটেল মোটেল জোন, কলাতলী
- যোগাযোগের মোবাইল নম্বরঃ +৮৮০ ১৭৫৫ ৫৯৮৪৪৯
ডিভাইন ইকো রিসোর্ট
- হোটেল ঠিকানাঃ কোলাতলী সার্কেলের কাছে, ডিভাইন সানসেট বিচ
- যোগাযোগের মোবাইল নম্বরঃ +৮৮০ ১৯৭২ ০৯০ ৯৫০
সি কক্স রিসোর্ট
- হোটেল ঠিকানাঃ নিউ বিচ আর ডি (New Beach Rd)
- যোগাযোগের মোবাইল নম্বরঃ +৮৮০ ১৮১৫ ০১৪৮৪০
রয়্যাল টিউলিপ হোটেল
- হোটেল ঠিকানাঃ ২৮-২৯, হোটেল মোটেল জোন, কলাতলী
- যোগাযোগের মোবাইল নম্বরঃ +৮৮০ ৩৪১৫২৬৬৬-৮০
সায়েমান বিচ রিসোর্ট
- হোটেল ঠিকানাঃ মেরিন ড্রাইভ রোড, কলাতলী
- যোগাযোগের মোবাইল নম্বরঃ +৮৮০ ৯৬১০ ৭৭৭ ৮৮৮
হোটেল সি ক্রাউন
- হোটেল ঠিকানাঃ মেরিন ড্রাইভ, কলাতলী নিউ বিচ
- যোগাযোগের মোবাইল নম্বরঃ +৮৮০ ১৮৩৩ ৩৩১৭০৩
১০০০ টাকায় কক্সবাজার হোটেল ভাড়া ও ঠিকানা
বাংলাদেশের মধ্যে কক্সবাজার হলে এমন একটি পর্যটন এরিয়া যেখানে সারা বছরই
পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। তবে এই বাংলাদেশের একটি পর্যটন কক্সবাজার সবথেকে
মুখ্য সমান হলো বছরের শুরুর দিকে। অর্থাৎ ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি যখন পড়বে
সে সময়ে। সেই সময়ের আবহাওয়াটা অনেকটা শীতল এবং মনোরম পরিবেশ থাকে। যেটা একজন
পর্যটনের জন্য অনেক আরামদায়ক।
অনেকে তাদের অর্থ-সল্পতার কারণে অথবা আরামদায়ক ভ্রমণের জন্য হোটেল ভাড়াটা অনেক
সাশ্রয় করতে চান। তবে আপনি যদি চান তাহলে কক্সবাজারে গিয়ে এক হাজার টাকার মধ্যে
হোটেল ভাড়া নিতে পারবেন। তবে১,০০০ (এক হাজার) টাকার হোটেল কিছুটা নিম্নমানের
হবে। তাই এসব হোটেলের তালিকা খুঁজে পাওয়া অনেক কষ্টসাধ্য।
তবে আপনি যদি অনেক খোঁজাখুঁজি করেন তাহলে হয়তো ফিরেও যেতে পারেন। তবে সেটা পাবেন
খুব কম পরিমাণে। তবে আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক খোঁজাখুঁজি করতে হবে। ১,০০০
(এক হাজার) টাকার ভেতরে হোটেল যেহেতু অনেক নিম্নমানের হবে সেই তো সেখানের সার্ভিস
অনেক খারাপ হবে এটাই স্বাভাবিক।
সায়মন বিচ রিসোর্ট ভাড়া কত
কক্সবাজার পর্যন্ত এরিয়ার কলাতলী বিচি এর মেরিন রোডে এই সাইমন বিচে রিসোর্টটি
অবস্থিত। এই হোটেল বা রিসোর্টটি কক্সবাজারের ঘুরতে যাওয়া সকল পর্যটকদের আকর্ষণ
বাড়িয়ে তোলে। কক্সবাজারে হাজার হাজার রিসোর্ট এর মধ্যে এই রিসোর্ট অথবা হোটেলের
রুমগুলো অনেক পরিষ্কার এবং গোছানো থাকে।
সেখানে সার্ভিস মানো অনেক ভালো। এই সাইমন বিচ রিসোর্ট এর ভাড়া এক রাতের জন্য
সর্বনিম্ন ৭ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৮ হাজার অথবা ৩২ হাজার পর্যন্ত হয়ে থাকে।
এখানে আপনার যদি সক্ষমতা থাকে আর আপনার যদি বাজেট থেকে থাকে তাহলে অবশ্যই এই
হোটেলে উঠবেন। তবে সময় সাপেক্ষে বিভিন্ন সময়ে এই হোটেলের ভাড়া ওঠা নামা করতে
পারে।
কক্সবাজার কলাতলীতে হোটেল ভাড়া কত
আপনি যদি কক্সবাজারের কলাতলীতে যে কোন হোটেলে থাকতে চান সেই হোটেলের ভাড়া নিতে
চান তাহলে আপনার সেখানে সর্বনিম্ন হোটেল ভাড়া খরচ হবে 4000 থেকে 5000 টাকা। যেটি
শুধুমাত্র একটি রাতের জন্য রুম ভাড়া। তবে আপনি এখানে থেকে চার হাজার টাকা থেকে
সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ভাড়া রুম পেয়ে যাবেন।
এখান থেকে আপনি যে রুমই নেন না কেন আপনি কক্সবাজারের একটি সম্পন্ন ভিউ দেখতে
পারবেন রুম থেকে। সেখানে সকল কিছু আপনি চোখের সামনে দেখতে পাবেন। ভাড়া একটু
তুলনামূলক বেশি হলেও তাদের সার্ভিস অনেক ভালো এবং উন্নত মানের।
কক্সবাজারের কলাতলীতে হোটেল ভাড়া ও বুকিং ২০২৪
কক্সবাজারের কলাতলীতে অনেক ধরনের হোটেল রয়েছে। সেখানে আপনি গিয়ে থাকতে পারবেন।
এই কলা গলিতে যে সকল হোটেল রয়েছে সেগুলোর হোটেল ভাড়া প্রতি রাতের জন্য
সর্বনিম্ন ৪০০০ টাকা থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। যার যেমন
বাজেট থাকে অথবা সামর্থ্য থাকে তারা তেমন রুম নিয়ে সেখানে থাকতে পারে।
নিম্নে আমরা এখন আলোচনা করতে চলেছি কক্সবাজারে কলাতলীতে যে সকল হোটেল রয়েছে সে
যখন হোটেল গুলোর ঠিকানা, তাদের ভাড়া, এবং তাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার
সম্পর্কে। এই মোবাইল নাম্বারে সরাসরি কথা বলে আপনি তাদের কাছ থেকে রুম ভাড়া
নিয়ে নিতে পারবেন খুব সহজে।
হোটেল কোস্টাল পিস
- ঠিকানাঃ হাউজ নং ৬, ব্লক বি, কলাতলী রোড, কক্সবাজার
- যোগাযোগের জন্য ফোন নাম্বারঃ ০১৭৫৫-৫২১৭২৬
- প্রতি রাতের জন্য ভাড়াঃ ৩৫০০-৫০০০ টাকা
হোটেল বিচ ওয়ে
- ঠিকানাঃ হাউজ নং ২১, ব্লক সি, কলাতলী রোড, কক্সবাজার
- যোগাযোগের জন্য ফোন নাম্বারঃ ০১৭৭৭-৯০৯৫৯৫
- প্রতি রাতের জন্য ভাড়াঃ ৪০০০-৮০০০ টাকা
গ্র্যান্ড বিচ রিসোর্ট কক্সবাজার
- ঠিকানাঃ ব্লক এ, প্লট ২৭, কলাতলী রোড, কক্সবাজার ৪৭০০
- যোগাযোগের জন্য ফোন নাম্বারঃ ০১৭২০-৩৫৫৯৯১
- প্রতি রাতের জন্য ভাড়াঃ ২০০০ টাকা
হোটেল ডি'ওশেনিয়া
- ঠিকানাঃ মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার
- যোগাযোগের জন্য ফোন নাম্বারঃ ০৩৪-১৫১-৬৫৫
- প্রতি রাতের জন্য ভাড়াঃ ২৫০০-৭০০০ টাকা
অ্যালবাট্রস রিসোর্ট
- ঠিকানাঃ কলাতলী রোড, কক্সবাজার
- যোগাযোগের জন্য ফোন নাম্বারঃ ০৩৪১-৬৪৬৮৪
- প্রতি রাতের জন্য ভাড়াঃ ২২০০-৫০০০ টাকা
কক্স বিচ রিসোর্ট
- ঠিকানাঃ কলাতলী রোড, কক্সবাজার
- যোগাযোগের জন্য ফোন নাম্বারঃ ০১৭১৫-৭৭১৫১৫
- প্রতি রাতের জন্য ভাড়াঃ ৩,৫০০-৭০০০ টাকা
বে ভিউ গেস্ট হাউস
- ঠিকানাঃ কলাতলী রোড, কক্সবাজার
- যোগাযোগের জন্য ফোন নাম্বারঃ ০১৮১৫-৬০৫০৪০
- প্রতি রাতের জন্য ভাড়াঃ ৩,৫০০-৭০০০ টাকা
রিসোর্ট বিচ ভিউ
- ঠিকানাঃ ব্লক সি, কলাতলী মেইন রোড, ৪৭০০
- যোগাযোগের জন্য ফোন নাম্বারঃ ০১৭০৯-৯৫৬৫২২
- প্রতি রাতের জন্য ভাড়াঃ ৩,৫০০-৬০০০ টাকা
Hotel Sea Alif
- ঠিকানাঃ প্লট নং ১৬, ব্লক বি, কলাতলী রোড, ৪৭০০
- যোগাযোগের জন্য ফোন নাম্বারঃ ০১৭১৫৭-৭৫৫১১২
- প্রতি রাতের জন্য ভাড়াঃ ২,৫০০-৩০০০ টাকা
কক্সবাজারের সস্তা মানের আবাসিক হোটেলের ভাড়া
কক্সবাজার হোটেল ভাড়া কত টাকা ২০২৪? যাদের বাজেট তুলনামূলক অনেক কম তারা কক্সবাজারে গিয়ে সস্তা মানের হোটেলে রাত
কাটাতে পারেন। এজন্য কক্সবাজারে কিছু সস্তা মনের আবাসিক হোটেল রয়েছে। সেখানে
ভাড়া অন্যান্য সকল হোটেলের ভাড়ার তুলনামূলক অনেক কম হয়ে থাকে। আপনি সেই সকল
হোটেলে গিয়ে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে রুম বুক করতে পারেন।
নিম্নে আমরা কক্সবাজারে সস্তা মানের কিছু আবাসিক হোটেলের নাম, ঠিকানা এবং
যোগাযোগের জন্য ফোন নাম্বার সম্পর্কে আপনাদেরকে জানাবো। সে ফোন নাম্বারে আপনি
তাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিয়ে কথা বলতে পারেন। আপনি যদি তাদের হোটেল
সেখানে গিয়ে চিনে উঠতে না পারেন তাহলে সে ফোন নাম্বারে যোগাযোগ করলে তারা আপনাকে
হোটেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে।
নীলিমা রিসোর্ট হোটেল
- ঠিকানাঃ টুইন জিরাফ পয়েন্ট, বিচ রোড, কক্সবাজার
- যোগাযোগের জন্য ফোন নাম্বারঃ ০১৭৩২-০৭৫৭৫০
- প্রতি রাতের জন্য ভাড়াঃ ১৮০০-২,৫০০ টাকা
মোটেল প্রবাল
- ঠিকানাঃ মোটেল রোড, কক্সবাজার
- যোগাযোগের জন্য ফোন নাম্বারঃ ০৩৪১-৬২১১
- প্রতি রাতের জন্য ভাড়াঃ ৫০০-২,৫০০ টাকা
মোটেল উপল
- ঠিকানাঃ মোটেল রোড, কক্সবাজার
- যোগাযোগের জন্য ফোন নাম্বারঃ ০৩৪১-৬৪২৫৮
- প্রতি রাতের জন্য ভাড়াঃ ১৫০০-২,৫০০ টাকা
মাস্কাট হলিডে রিসোর্ট
- ঠিকানাঃ প্লট ৫৮, কক্সবাজার ৪৭০০
- যোগাযোগের জন্য ফোন নাম্বারঃ ০১৮৯৪-৯৭৬৯৮৮
- প্রতি রাতের জন্য ভাড়াঃ ২০০০ টাকা
হোটেল নিরিবিলি
- ঠিকানাঃ নিউ সার্কিট হাউজ রোড, কক্সবাজার
- যোগাযোগের জন্য ফোন নাম্বারঃ ০৩৪১-৬৪৩২৪
- প্রতি রাতের জন্য ভাড়াঃ ২০০০-৩,৫০০ টাকা
মোটেল লাবনী
- ঠিকানাঃ মোটেল রোড, কক্সবাজার
- যোগাযোগের জন্য ফোন নাম্বারঃ ০১৩১২-৮৮৪৪২০
- প্রতি রাতের জন্য ভাড়াঃ ১০০০-৫,৫০০ টাকা
ইনানী রয়েল রিসোর্ট ভাড়া কত
আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই ইনানী রয়েল রিসোর্টে উঠবেন। কারণ আপনি যদি
সেন্টমার্টিন এ ঘুরতে যান তাহলে সেখানে থাকার যে আনন্দ এবং আকর্ষণ এই দুই জিনিসই
আপনি রিসোর্ট থেকে একসাথে পেয়ে যাবেন। কেননা এই ইনানী রিসোর্টেই রয়েছে প্রবালের
রাজ্য। তাহলে আসুন এখন আমরা জেনে নেই এই ইনানী রয়েল রিসোর্ট এর ভাড়া কত।
ইনানী রয়েল রিসোর্টটের ভাড়াগুলো হলো
- স্ট্যান্ডার্ড কাপল এর ভাড়া ৬০০০ টাকা
- ডিলাক্স কাপল এর ভাড়া ৭৫০০ টাকা
- ডিলাক্স হিল ভিউ এর ভাড়া ৭৫০০ টাকা
- ডিলাক্স টুইন এর ভাড়া ৭৫০০ টাকা
এছাড়াও আপনি যদি সেখানে গিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ করতে চান তাহলে এই
টাকার মধ্যে অনেক ভালো একটি রুম পেয়ে যাবেন।
কক্সবাজার হোটেল ভাড়া কত টাকা ২০২৪ সম্পর্কে সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্নঃ কক্সবাজার আবাসিক হোটেল ভাড়া কত?
উত্তরঃ কক্সবাজার বিভিন্ন ধরণের আবাসিক হোটেল রয়েছে। সেখানে আপনি
সর্বনিম্ন ১২০০ টাকা থেকে আপনার বাজেট অনুযায়ি আপনার মনের মতো হোটেলের রুম পেয়ে
যাবেন।
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা কোনটি?
উত্তরঃ বাংলাদেশের সবথেকে সুন্দতম জায়গার ভেতরে কক্সবাজার হলো একটি।
এছাড়াও আরো রয়েছে যেমন শ্রীমঙ্গল, রাঙামাটি,পাহাড়পুর, সেইন্ট মার্টিন, গৌড়
ইত্যাদি।
প্রশ্নঃ কক্সবাজারে কি কি দেখার আছে?
উত্তরঃ কক্সবাজারে দেখার মতো বিভিন্ন জায়গা রয়েছে। সেগুলো হলো
- কক্সবাজার সমুদ্র সৈকত
- শামলাপুর সমুদ্র সৈকত
- মহেশখালী দ্বীপ
- রামু বৌদ্ধ বিহার
- মারমেইড ইকো রিসোর্ট
- রামু রাবার বাগান
প্রশ্নঃ ঢাকা থেকে কক্সবাজার বাস ভাড়া কত?
উত্তরঃ ঢাকা থেকে কক্সবাজার বাস ভাড়া সর্বনিম্ন ৮০০ টাকা থেকে সর্বোচ্চ
২৫০০ টাকা পর্যন্ত।
লেখকের মন্তব্য। কক্সবাজার হোটেল ভাড়া কত টাকা ২০২৪
আজকে আমাদের এই আর্টিকেলের প্রধান আলোচনার বিষয় ছিলো কক্সবাজার হোটেল ভাড়া ২০২৪ সম্পর্কে। এছাড়াও আরো অনেক বিষয় সম্পর্কে আমরা এই আর্টিকেলের মধ্যে আলোচনা করেছি।
আশা করছি আপনি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে উক্ত সকল বিষয় সম্পর্কে
বিস্তারিত আলোচনা বুঝতে পেরেছেন।
এই রকম আরো আর্টিকেল প্রতিদিন সবার আগে পড়তে আমাদের গুগল নিউজে ফলো করে রাখতে
পারেন। তাতে করে সবার আগে আপনার কাছে সকল পোস্টের নোটিফিকেশান পৌঁছে যাবে। এতক্ষণ
সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ🥰।
কলাতলিতে কি এখন হোটেল পাওয়া যাবে
ReplyDeleteআপনি এখানে দেওয়া নাম্বারে ফোন করে তাদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন।
DeletePost a Comment